প্রদ্যুৎ দাস: পরকীয়ার (Extra Marital Afftair) জের। মহিলাকে গাছে বেঁধে উত্তমমধ্যম দিলেন স্থানীয়রা! মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের দুরামারী এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এলাকাবাসীর অভিযোগ, স্বামী ও সন্তান ছেড়ে পরকীয়ায় মজেছিলেন ওই গৃহবধূ। 'শাস্তি' স্বরূপ ওই গৃহবধূকে গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করেন দুরামারী এলাকার মহিলারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। গৃহবধূ ও তাঁর প্রেমিককে আটক করে নিয়ে যায় বানারহাট থানার পুলিস। 


স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূ ও তাঁর প্রেমিক দুজনেই বিবাহিত। অভিযুক্ত প্রেমিক একের পর এক মহিলাদের প্রেমের জালে ফাঁসান। তাঁদের সাথে পরকীয়া করেন। এভাবে একে একে তিন-তিনটে বিয়েও করেছে কীর্তিমান! অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বানারহাট থানার পুলিস।


আরও পড়ুন, West Medinipur: "আমি মুজিবরকে বিয়ে করতে চাই", প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় তরুণী


Mother With Child Sent To Jail: বয়স মাত্র ১৫ দিন, মায়ের অপরাধে তার সঙ্গে জেলেই ঠাঁই দুধের শিশুর


Tortoise Meat Selling: ২০০০ টাকা কিলোয় বিক্রি ২০ কেজি কচ্ছপের মাংস!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)