Tortoise Meat Selling: ২০০০ টাকা কিলোয় বিক্রি ২০ কেজি কচ্ছপের মাংস!

বনকর্মীদের আসতে দেখেই মাংস ফেলে রেখে চম্পট দেয় বিক্রেতা দুই যুবক।  

Updated By: Jul 16, 2022, 08:31 PM IST
Tortoise Meat Selling: ২০০০ টাকা কিলোয় বিক্রি ২০ কেজি কচ্ছপের মাংস!
নিজস্ব চিত্র

প্রদ্যুত্ দাস: ২০০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল কচ্ছপের মাংস! খবর পেয়ে অভিযানে নামে বনদফতর। উদ্ধার হয় ২০ কিলো কচ্ছপের মাংস। যদিও পলাতক অভিযুক্তরা। 

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করে বন দফতর। বন দফতরের নাথুয়া রেঞ্জ এই অভিযান চালায়। যদিও বনকর্মীদের আসতে দেখেই মাংস ফেলে রেখে চম্পট দেয় বিক্রেতা দুই যুবক।  

এই ঘটনায় অনারারি ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "আমাদের প্রাথমিক অনুমান এই কচ্ছপগুলি সম্ভবত ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরা হয়ছে। চড়া দামে বিক্রি করার চেষ্টা চলছিল। উদ্ধার করা মাংস নাথুয়া রেঞ্জে রাখা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খোঁজ চলছে।" অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন ডিএফও জলপাইগুড়ি বিকাশ বিজয়ও।

আরও পড়ুন, 

Hooghly Controversial Advertisement: বড় বড় হরফে লেখা 'মারুন... লাগান... টিপুন'! বিজ্ঞাপনে চোখ কপালে আমজনতার

Rail: ট্রেন থেকে ঝুঁকে কলাপাতা ছিঁড়তে গিয়ে বিপত্তি, পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গেল যুবক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 
.