রাম নয়, বাঙালির পছন্দ দুর্গা, গণপিটুনি দিতে ব্যবহার হচ্ছে `জয় শ্রী রাম`, বললেন অমর্ত্য সেন
এদিন আশঙ্কা প্রকাশ করে অমর্ত্য সেন বলেন, `আমার মনে হয় জয় শ্রী রাম স্লোগানকে ব্যবহার করা হচ্ছে গণপিটুনি দেওয়ার জন্য।`
নিজস্ব প্রতিবেদন: 'জয় শ্রী রাম' বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এমনকী এই স্লোগানকে হাতিয়ার করে কিছু মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এই বাঙালি নোবেলজয়ী।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জয় শ্রী রাম স্লোগানের জনপ্রিয়তা। বিশেষ করে তৃণমূল সরকারের বিরোধিতায় ব্যবহার হচ্ছে এই স্লোগান। তাতে বেশ আশঙ্কিত অমর্ত্যবাবু। তিনি বলেন, 'বাঙালির সঙ্গে মা দুর্গা অঙ্গাঙ্গীভাবে জড়িত। জয় শ্রী রাম নয়। জয় শ্রী রাম স্লোগান বাঙালির সঙ্গে মানানসই নয়। ইদানিং পশ্চিমবঙ্গে রাম নবমী উজ্জাপনের চল বেড়েছে। আগে কখনও এই প্রবণতা শুনিনি।'
এদিন আশঙ্কা প্রকাশ করে অমর্ত্য সেন বলেন, 'আমার মনে হয় জয় শ্রী রাম স্লোগানকে ব্যবহার করা হচ্ছে গণপিটুনি দেওয়ার জন্য।'
মাছের দোকানে দর কষাকষি করছে দাঁড়কাক, ভাইরাল হল ভিডিয়ো
মোদী সরকারের সঙ্গে বরাবর আদায় - কাঁচকলায় সম্পর্ক অমর্ত্য সেনের। কেন্দ্রীয় সরকারের সমালোচনার কোনও সুযোগ ছাড়েন না তিনি। ফলে পালটা আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে তাতে দমতে নারাজ নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এদিনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ফের একবার তা বোঝালেন তিনি।