নিজস্ব প্রতিবেদন : ভাটপাড়ায় গুলি চলার ঘটনার পিছনে রয়েছে বিজেপির গোষ্ঠীকোন্দল। দাবি করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, "নব্য বিজেপির সঙ্গে পুরনো বিজেপির সংঘাতের ফলেই ভাটপাড়াতে এই ঘটনা ঘটেছে। ওখানে তৃণমূলের কেউ নেই। সব নেতা-কর্মীকে বিজেপিতে নিয়ে নিয়েছে। সুরজ মণ্ডলের গুলি লাগার ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বুধবার সাতসকালে ভাটপাড়ায় ফের শুটআউট। ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায় গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে,  ভাটপাড়া পৌরসভার বিপরীতে ভাটপাড়া ফাঁড়ি। সেই ফাঁড়ির পাশেই দাঁড়িয়েছিল সুরজ। সেইসময় বাইকে করে আসে দুষ্কৃতীরা।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রী নির্দেশের পরই ১ কোটি টাকা কাটমানি নেওয়ায় গ্রেফতার তৃণমূল নেতা


তারপর খুব কাছ থেকে ওই যুবককে দুষ্কৃতীরা গুলি করে। গুলি লাগে সুরজ মণ্ডল নামে ওই যুবকের পিঠে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবককে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়।