নিজস্ব প্রতিবেদন : মহিলাকে কুপ্রস্তাব। সেই প্রস্তাবের প্রতিবাদ করায় ওই মহিলা সহ একই পরিবারের ৪ জনকে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কালনায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ মহিলা সহ ৪ জন। ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলি তলার চৌঘরিয়া গ্রামে। এমনকি আহতদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বুলবুলি তলা ফাঁড়ির এক পুলিসকর্মীও। আহত ৪ জন বর্তমানে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রাস্তা দখলকে কেন্দ্র করে। তাতেই দুভাগে বিভক্ত হয়ে যায় কালনার চৌঘরিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়। অভিযোগ, ওই গ্রামেরই একপক্ষের এক যুবক অন্যপক্ষের গৃহবধূকে ৫০০ টাকার বিনিময়ে কুপ্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি ওই গৃহবধূ। প্রতিবাদ জানায় ওই গৃহবধূ ও তার পরিবার। তারপরই অভিযুক্তরা লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় প্রতিবাদী পরিবারটির ওপর। দুই মহিলা ও দুই পুরুষ এই ঘটনায় আহত হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালনার বুলবুলি তলার পুলিস। আহতদের উদ্ধার করতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয় একজন পুলিসকর্মীও। শেষে আহতদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার বিশাল পুলিসবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিস।


আরও পড়ুন, Berhampore Murder: পরিবারের 'আপত্তি' নয়, সুশান্তের 'বয়ানে' সুতপা খুনের তদন্তে 'নাটকীয় মোড়'!


আরও পড়ুন, Nadia Murder: মহিলাঘটিত কারণেই নৃশংস খুন পলাশিপাড়ার বাবা, মা, মেয়েকে? গ্রেফতার মূল অভিযুক্ত


আরও পড়ুন, 'জল রাজনীতি' তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে, তৃণমূল পুরবোর্ডের বিরুদ্ধে পোস্টার বামেদের


আরও পড়ুন, ঠান্ডা মাথায় ছক কষে খুনের আগে রেকি! সুতপার গতিবিধি সুশান্তকে জানিয়েছিল কোনও বান্ধবী?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)