নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই ফের উত্তপ্ত কেশপুর। অভিযোগ, অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ভাঙচুর চালানো হয়। গ্রামজুড়ে ছড়িয়ে রয়েছে ফেটে যাওয়া বোমের সুতলি। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধেই। সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির দাবি, বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিস।


আরও পড়ুন:  ডিসেম্বরের মাঝেও অস্বাভাবিক গরম, শীতের আশায় হাঁসফাঁস রাজ্যবাসী


প্রসঙ্গত, পরশু দিন মেদিনীপুরের সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক বিভিন্ন বুথ স্তরে সারতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। একই ভাবে বুধবার আনন্দপুর থানার বনকাটা এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করে বিজেপির নেতাকর্মীরা। 


বিজেপি কর্মীরা বৈঠক সেরে বাড়ি ফেরার সময় অতর্কিতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনা প্রসঙ্গে। ঘটনার পেছনে কারা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিস।