ডিসেম্বরের মাঝেও অস্বাভাবিক গরম, শীতের আশায় হাঁসফাঁস রাজ্যবাসী

Dec 17, 2020, 09:10 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই শীতের দেখা নেই। অস্বস্তিকর আবহাওয়ায় নাকাল নিত্যযাত্রীরা। তবে আশার আলো, শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। রাতের তাপমাত্রা নামবে হু হু করে। সপ্তাহান্তে ৪ থেকে  ৬ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা। শনি থেকে মঙ্গল জাঁকিয়ে শীত এর পরিস্থিতি রাজ্যজুড়ে।    

2/5

আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে ১৭.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ২৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।    

3/5

আগামী ৪৮ ঘণ্টায় সকালে হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে পরিস্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।   

4/5

উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে। মধ্য ভারতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের প্রবাহের সর্তকতা জারি হয়েছে।   

5/5

উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়া বাংলা কেউ জাঁকিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, লাক্ষাদ্বীপে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস।