ওয়েব ডেস্ক: খড়দহ স্টেশন রোডে ওভারব্রিজ এখন স্বপ্ন। অনেকদিনের দাবি। মানুষের দরকার। কিন্তু কাজ হয়নি। ওভারব্রিজের জন্য রেলের বরাদ্দ টাকা ফেরত চলে যায় পাঁচ বছর আগেই। এরপর থেকে ঝুলি শূন্য। আবার কবে বরাদ্দ মিলবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোগান্তি। মুক্তি নেই। কল্যাণী হাইওয়ে ও বিটি রোডের  প্রধান সংযোগকারী রাস্তা হল খড়দহ স্টেশন রোড। অথচ রেলওয়ে লেভেল ক্রসিংয়ে রোজ সকাল-সন্ধে তীব্র যানজট। ওভারব্রিজ তৈরির জন্য রেলের বরাদ্দ টাকা ফিরে যায় ২০১২ সালে। কাজ একচুলও এগোয়নি। এদিকে, সমস্যা বেড়েই চলেছে।


একবার ফিরে যাওয়া টাকা আবার মঞ্জুরির অপেক্ষায়। বল এখন পুরোপুরি রেলের কোর্টে। ওভারব্রিজ নিয়ে উদ্যোগী খড়দহের বিধায়ক তথা মন্ত্রী অমিত মিত্র  এবং সাংসদ সৌগত রায়। ওভারব্রিজের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রাথমিকভাবে জরুরি, স্টেশন রোডে রাস্তা সম্প্রসারণ। বাম আমলে খড়দহ স্টেশনের পূর্ব দিকের রাস্তা সম্প্রসারণ হয়েছে। ক্ষতিপূরণ নিয়ে অশান্তিতে স্টেশনের আরেক দিকের রাস্তা সম্প্রসারণ বাধা  পায়, যে প্রক্রিয়া আবার শুরু হয়েছে । বহুদিন ধরে শুধু শোনা যাচ্ছে, ওভারব্রিজ হবে। ব্যস, ওটুকুই। কবে হবে? প্রশ্ন স্থানীয়দের।