নিজস্ব প্রতিবেদন : ইতিহাস প্রশ্নের ভুল উত্তরের মাশুল দিতে এসএসসিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নে সঠিক উত্তর দেওয়া প্রার্থীদের এক নাম্বার করে দিতে এসএসসিকে নির্দেশ দিলেন বিচারপতি শেখর ববি শরাফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬-র ইতিহাস বিষয়ক শিক্ষক নিয়োগের এসএলএসটি পরীক্ষার প্রশ্নপত্রে ৪০ নাম্বার প্রশ্নটি ছিল, গান্ধী-আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়? এসএসসি-র তরফে উত্তর হিসেবে ৫ মে ১৯৩১ তারিখটি চুক্তি স্বাক্ষরের দিন বলে দেখানো হয়। যেখানে সঠিক উত্তর আসলে ৫ মার্চ ১৯৩১।


আরও পড়ুন, "নিষেধাজ্ঞা অযৌক্তিক, রথযাত্রা সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি"


এসএসসির উত্তরপত্রকে চ্যালেঞ্জ করেই ২০১৮-র অগাস্টে হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। মামলাকারী পরীক্ষার্থীদের অভিযোগ, ওই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তাঁদের নাম্বার দেওয়া হয়নি। এরপরই গত শুনানিতে বিচারপতি এসএসসিকে প্রার্থীদের উত্তরপত্র পেশের নির্দেশ দেয়।


এদিন আদালতে এসএসসির তরফে উত্তরপত্র জমা দেওয়া হয়। উত্তরপত্র খতিয়ে দেখে বিচারপতি দেখেন, মামলাকারীদের দাবি সঠিক। সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তাঁরা নাম্বার পাননি। সবপক্ষ খতিয়ে দেখে শেষে ওই প্রশ্নের নির্ধারিত এক নাম্বার প্রার্থীদের দিতে নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে ভুল স্বীকার করে নেন এসএসসির আইনজীবী ড.সুতনু পাত্রও।


আরও পড়ুন, বাড়িতেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, দেখে ফেলায় খুন স্বামী


এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতি বলেন, "মামলাকারীরা ওই প্রশ্নের জন্য এক নাম্বার পাবেন। শুধু তাই নয়, ওই নাম্বার যোগ করে যদি দেখা যায় যে নিয়োগের তালিকার সর্বশেষ প্রার্থীর চেয়েও বেশি নাম্বার পেয়েছেন মামলাকারী, সেক্ষেত্রে এসএসসিকে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে।"