অয়ন ঘোষাল: রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ। প্রবল গরমের হাত থেকে রেহাই দিয়ে কোনও স্বস্তির পূর্বাভাস শোনাতে পারল না আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, তা এই মুহূর্তে কমার কোনও সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ চলবে। বরং আগামী ২ থেকে ৩ দিনে গরমও আরও বাড়বে। কারণ আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্বাভাস বলছে, তাপপ্রবাহের সর্তকতা থাকছে আগামী এক সপ্তাহ। কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা। যেমন ২৫ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। ২৬ তারিখ এই জেলাগুলোর সাথে আরও কয়েকটি জেলা যুক্ত হবে। সেখানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ২৬ তারিখ তীব্র তাপপ্রবাহ হবে উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে। অর্থাৎ ২৬ তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।


কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। আজ কলকাতায় রেকর্ড গরম। বিগত ৫০ বছরের ইতিহাসে আজকের কলকাতার তাপমাত্রা দ্বিতীয় সর্বোচ্চ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। কলকাতার গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস। ৪২ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার গরম। আগামিকাল কলকাতার তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। 


ওদিকে উত্তরে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার- এই জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন এলাকায়। পাশাপাশি জলপাইগুড়ি দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এছাড়া দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের কোনও জেলায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।


আরও পড়ুন, Kabir Shankar Bose: টাকা দিয়ে টিকিট! শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)