নিজস্ব প্রতিবেদন: একদিকে যখন জিডি বিড়লা স্কুলের ৪ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তপ্ত কলকাতা, তখন অন্যদিকে কর্মচারিকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক ল্যাবরেটরির মালিকের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ষষ্ঠ শ্রেণির আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মালবাজারে


সিউড়ি হাসপাতাল মোড়ে একটি বেসরকারি ল্যাবরেটরির মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ল্যাবরেটরিতে কর্মরত দুই মহিলাকে দীর্ঘদিন ধরেই কটুক্তি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ মানস মণ্ডল নামে ওই মালিকের বিরুদ্ধে। সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিস। অভিযুক্ত মানস মণ্ডলকে আটক করেছে পুলিস।


আরও পড়ুন : মালবাজারে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ


তবে, অভিযুক্তকে পুলিস আটক করার আগে শাস্তি দিলেন মহিলারাই। ঝাঁটা, জুতো দিয়ে ব্যাপক পেটালেন অভিযুক্তকে। দেখুন সেই ভিডিও।