মালবাজারে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালবাজার মহকুমার ওয়াসাবাড়ি এলাকায়। এলাকার লীস নদী থেকে প্রায় ৩০০ মিটার দূরে দেহটি উদ্ধার হয়।

Updated By: Dec 3, 2017, 05:44 PM IST
মালবাজারে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ

নিজস্ব প্রতিবেদন : অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালবাজার মহকুমার ওয়াসাবাড়ি এলাকায়। এলাকার লীস নদী থেকে প্রায় ৩০০ মিটার দূরে দেহটি উদ্ধার হয়।

গরু চরাতে গিয়ে স্থানীয় রাজু নেপালি নামে এক ব্যক্তির নজরে আসে দেহটি। তিনিই পুলিসে খবর দেন। খবর যায় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনেও। স্থানীয়দের অনুমান, অন্যত্র খুন করে সেখানে দেহ ফেলে রাখা হয়েছে। দেহটি উদ্ধার করেছে মালবাজার থানার পুলিস। 

মৃত ব্যাক্তির মুখের বিভিন্ন জায়গায়, হাতে পায়ে ক্ষতচিহ্ন মিলেছে, যা থেকে পুলিশের অনুমান কেউ বা কারা তাকে খুন করে মাঠের মধ্যে দেহ ফেলে রেখে চলে গেছে।  মালবাজার থানার ওসি সনাতন সিং জানান, মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে এই ব্যাক্তির মৃত্যু হল তা ময়না তদন্তের পর বোঝা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

তবে এই ভাবে মাঠের মধ্যে  মৃতদেহ পরে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছরিয়েছে।

.