জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমালয়ে ফের বিপর্যয়। ফের দুর্বিপাক কাশ্মীরে। বৈষ্ণোদেবীতে ধসে মারা গেলেন দুজন। আহত অনেকেই। কাশ্মীরের জম্মুর কাটরার এই বিপর্যয়ে মারা গেলেন পঞ্জাবের ১ মহিলা ও উত্তর প্রদেশের ১ মহিলা। আহত হয়েছেন একজন। দুই তীর্থযাত্রীর মৃত্যুতে গভীর উদ্বেগ। দুর্ঘটনাটি ঘটেছে কাটরার ত্রিকূট পাহাড়ে। ভবনের ৩ কিমি দূরে পঞ্চির কাছে এই ঘটনা ঘটেছে। এর জেরে একটি বড় আয়রন স্ট্রাকচারের বড় রকম ক্ষতি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Namibia: খরায় না খেতে পেয়ে মরছে মানুষ! তাই কেটে ফেলা হচ্ছে বিপুল সংখ্যক হাতি, জিরাফ...


যে-পথে দুর্ঘটনাটি ঘটেছে, সে পথটি অন্য তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। ওদিকে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে হেলিকপ্টার সার্ভিস।


বৈষ্ণোদেবী মন্দির বোর্ডের সিইও অংশুল গর্গ বলেছেন, বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ। মন্দিরের হিমকোটি ট্র্যাকটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুদিনের বৃষ্টির জেরে এরকম হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এসে গিয়েছে। তারা উদ্ধার ও ত্রাণের কাজ করছে। তবে অন্য ট্র্যাকটিতে, সাঁঝিছট দিয়ে মন্দির দর্শন চলছে।


আরও পড়ুন: Kaushiki Amavasya 2024: বিপুল সৌভাগ্য, প্রচুর অর্থ, দারুণ প্রতিষ্ঠা! কৌশিকী অমাবস্যায় কপাল খুলছে কোন কোন রাশির?


সারা বছর ধরেই বহু মানুষ কাশ্মীরের জম্মুর কাটরার এই বৈষ্ণোদেবী মন্দির দর্শন করেন। বৈষ্ণোদেবী সারা বছর ধরেই আসা যায়। তবে অমরনাথ যাত্রার সময়ে তা একটু বাড়ে। কেননা, বহু ভক্ত যাঁরা অমরনাথ দর্শনে যান, তাঁরা বৈষ্ণোদেবীও যান। এদিকে এই গোটা সময়টা জুড়ে থাকে বর্ষার পরিবেশ। প্রায়শই বড় ধরনের বৃষ্টি ও প্লাবনজনিত সমস্যার সৃষ্টি হয়। কখনও কখনও ধসও নামে। বিপদে পড়েন তীর্থযাত্রীরা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)