Kaushiki Amavasya 2024: বিপুল সৌভাগ্য, প্রচুর অর্থ, দারুণ প্রতিষ্ঠা! কৌশিকী অমাবস্যায় কপাল খুলছে কোন কোন রাশির?
Kaushiki Amavasya 2024 Zodiacs: দিনটির জন্য শক্তিসাধক ও মাতৃভক্ত, কালীভক্ত, তারাভক্তেরা অপেক্ষা করে আছেন। আজই সেই বিরল তিথি, সেই পুণ্যদিন। কৌশিকী অমাবস্যা। আজ কপালও খুলছে বেশ কিছু রাশির জাতকদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয়। আজকের রাত সেই তারা-রাত্রি। কী এই রাতের বৈশিষ্ট্য? এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা নাকি মুহূর্তের জন্য খোলে এবং বিশ্বাস, এদিন সাধক ইচ্ছেমতো সাধনার মধ্যে দিয়ে সিদ্ধিলাভ করতে পারেন এদিন। কৌশিকী অমাবস্যা এমন এক অমাবস্যা, যে অমাবস্যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা। এ বছরও দিনটির জন্য শক্তিসাধক ও মাতৃভক্তেরা, কালীভক্তেরা, তারাভক্তেরা অপেক্ষা করে আছেন। আজই সেই বিরল তিথি, সেই পুণ্যদিন।
1/6
তারাপীঠযোগ
এ দিনটির সঙ্গে বিশেষ করে বীরভূমের তারাপীঠের ঘনিষ্ঠ যোগ। সাধক বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ এই তারাপীঠ। সারা বছরই তারাপীঠে দেবীদর্শনের জন্য বহু ভক্ত আসেন। তবে তাঁরা বিশেষ করে আসেন এই কৌশিকী অমাবস্যায়। তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা তারা। তাই সব দেবীরূপেই পুজো করা হয় মা তারাকে। কখনও তিনি দুর্গা,কখনও লক্ষ্মী,কখনও সরস্বতী, কখনও কালী!
2/6
পূর্বপুরুষদের আশীর্বাদ
photos
TRENDING NOW
3/6
অমাবস্যাতিথি
4/6
সিংহ রাশি
5/6
কন্যা রাশি
6/6
মকর রাশি
photos