বিধান সরকার: তাল তাল সোনা গায়ে নিয়ে ঘোরেন তৃণমূল কর্মি লঙ্কা রাজা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কথায় বলে সোনে কি লঙ্কা। আর এনার নাম লঙ্কা রাজা। সোনার লঙ্কার রাজা রাবণ নয়, সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা। যেই রাখুক সার্থক নাম। তাল তাল সোনা পরে ঘোরেন। দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য।


আরও পড়ুন: Rachna Banerjee: ২ মাস ঠা ঠা গরমে প্রচার-ভোট! চুল আর ত্বকের যত্ন নিয়ে চিন্তায় রচনা?


সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে। এই দিন চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমেদাবাদ গ্রামে রচনার প্রচার সঙ্গী ছিলেন লঙ্কা রাজা।


গলায় সরু মোটা নানা ধরনের চেন। শিব, কালী, বজরংবলি, গনেশের লকেট। দুই হাতে নানা ধরনের ব্রেসলেট, বালা, আঙুলে আংটি, ঘরি। কালো পোশাকে চকচক করছে সোনার অলংকার।


আরও পড়ুন: Weather Update: তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি, তীব্র গরমে বাড়বে অস্বস্তি


ভয় করে না এত সোনা পড়ে ঘোরেন? প্রশ্ন শুনে লঙ্কার জবাব, ‘ভয় করবে এমন লোকের সঙ্গে মিশিনা’।


কত সোনা আছে সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত আছে মাপা নেই। আমার সখ তাই পরি’।


চাষবাস আর স্টক ব্যবসা। জমি কেনাবেচা করেন লঙ্কা রাজা। সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি। সাতটা বুলেট আছে তাঁর।


সেই বুলেট নিয়ে ঘুরে বেড়ান সৌখিন তৃণমূল কর্মি সুনীল দাস ওরফে লঙ্কা রাজা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)