নিজস্ব প্রতিবেদন : চন্দননগর পুরসভার উপনির্বাচনে জয়ী সিপিআইএম। ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন তিনি। এই পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ডে জয় হাসিল করে নিয়েছে তৃণমূল। বাকি ২টো ওয়ার্ডে সিপিআইএম। দীর্ঘ ৩২ বছর পর ১৭ নম্বর ওয়ার্ডটি সিপিআইএমের দখলে এল। ১৭ ও  ১৬ নম্বর ওয়ার্ড, এই দুই ওয়ার্ডে সিপিআইএম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়ের পর অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "আজকের এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জয়। দীর্ঘ ৩২ বছর পর ১৭ নম্বর ওয়ার্ড আমাদের হাতে এল। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। আজকে নির্বাচিত হওয়ার পর আমি কোনও দলের কাউন্সিলর নই। ১৭ নম্বর ওয়ার্ডের মানুষের কাউন্সিলর। সমস্ত দলের, সমস্ত কর্মীদের কাউন্সিলর।"


উপনির্বাচনে বামেরা পায় ১০১৮ ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজিত কুমার নাথ পেয়েছেন ৮৮৮ ভোট। বিজেপির প্রার্থী সৌমেন দাস পেয়েছেন ৬৭ ভোট। কংগ্রেসের ঝুলিতে ৪৪ ভোট। 


আরও পড়ুন, Siliguri Mahakuma Parishad Election: শিলিগুড়ি মহকুমা পরিষদের ৪৬২ পঞ্চায়েত আসনে দাপট তৃণমূলের


Jhalda Municipality By-Poll: ঝালদায় 'কাকিমার চোখের জলের ভোট' জিতে 'কাকুর স্বপ্ন পূরণে'র প্রতিশ্রুতি মিঠুনের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)