Siliguri Mahakuma Parishad Election: শিলিগুড়ি মহকুমা পরিষদের ৪৬২ পঞ্চায়েত আসনে দাপট তৃণমূলের

শিলিগুড়ি মহকুমা পরিষদে মোট আসন ৯টি। মহকুমার ৪টি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৬৬। ৪টি পঞ্চায়েত সমিতির অধীনে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২২। সেখানে মোট আসন সংখ্যা ৪৬২

Updated By: Jun 29, 2022, 01:22 PM IST
Siliguri Mahakuma Parishad Election:  শিলিগুড়ি মহকুমা পরিষদের ৪৬২ পঞ্চায়েত আসনে দাপট তৃণমূলের

নারায়ণ সিংহ রায়: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে পঞ্চায়েত এলাকায় দাপট দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপিও খুব একটা খারাপ ফল করেনি।

সকাল থেকেই শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের গণনা। আপাতত পঞ্চায়েত এলাকায় গণনার ফল সামনে এসেছে। দেখা যাচ্ছে, পঞ্চায়েত এলাকার ৪৬২ আসনের মধ্যে এখনওপর্যন্ত তৃণমূলের দখলে গিয়েছে ৩১১ আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ঝুলিতে এখনওপর্যন্ত পড়েছে ৭৪ আসন। অন্যদিকে, সিপিএম ১২, কংগ্রেস ১৬ ও নির্দল ১১টি আসনে জয়ী হয়েছে। তবে গণনা এখনও চলছে।  

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে একসময় বামেদের দাপট ছিল। এবার সেই জায়গা ধীরে ধীরে দখল করছে তৃণমূল। এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনা বাকী রয়েছে। তবে ইতিমধ্যেই নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, খড়িবাড়ি, মাটিগাড়াতে বিজয় উল্লাস শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বৃষ্টির মধ্যেই আবির খেলতে শুরু করেছে তৃণমূল সমর্থকরা। তবে পিছিয়ে নেই বিজেপিও। তারাও রাস্তায় নেমে উল্লাস করছে। 

উল্লেখ্য, দার্জিলিংয়ের ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। জেলা পরিষদের মতই ত্রিস্তরীয় গঠন এই মহকুমা পরিষদের। পরিষদ গঠন হওয়ার পর থেকে তা বামেদের দখলেই ছিল। ২০১৫ সালের নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট। তৃণমূল পায় ৩ আসন। ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায়। বর্তমানে তা পরিচালনা হচ্ছে প্রশাসকের মাধ্যমে। শিলিগুড়ি পুরসভা দখলের পর এবার এই নির্বাচন তৃণমূলের কাছে ফের একটা চ্য়ালেঞ্জ।

শিলিগুড়ি মহকুমা পরিষদে মোট আসন ৯টি। মহকুমার ৪টি পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৬৬। ৪টি পঞ্চায়েত সমিতির অধীনে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২২। সেখানে মোট আসন সংখ্যা ৪৬২। 

আরও পড়ুন-সোমবার বন্ধ একাধিক লোকাল ট্রেন, হয়রানির আশঙ্কা নিত্যযাত্রীদের 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.