ওয়েব ডেস্ক : নদিয়ার কৃষ্ণগঞ্জ হত্যাকাণ্ডের পুনর্বিচার। ১১ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল কৃষ্ণনগর জেলা আদালত। নিম্ন আদালতে প্রাণদণ্ডের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। হাইকোর্টের নির্দেশে পুনর্বিচার নিম্ন আদালতের। প্রাণদন্ডের বদলে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪, ২৩ নভেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘুঘুরগাছিতে জমি নিয়ে বিবাদ বাধে দু'পক্ষের। সেই গন্ডগোলে গুলিবিদ্ধ হন অপর্না বাগ নামে এক মহিলা। আহত হন ৩জন। ঘটনার জেরে ব্যাপক তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পরদিনই এলাকার দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাদের গ্রেফতার করে পুলিস।


২০১৬, ৪ ফেব্রুয়ারি লঙ্কেশ্বর সহ ১১ জনের প্রাণদণ্ডের নির্দেশ দেয় কৃষ্ণনগর জেলা আদালতের এডিজে থার্ড কোর্ট। পুনর্বিচারের আবেদন জানিয়ে এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্তরা। হাইকোর্টে নির্দেশ দেয়, মামলার পুনরায় শুনানির জন্য। সমস্ত খতিয়ে দেখে ১১ জনকে ফের দোষী সাব্যস্ত করে কৃষ্ণনগর জেলা আদালত। প্রাণদণ্ডের বদলে এবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।


আরও পড়ুন- অবৈধ সম্পর্কে বাধা, ছেলেকে খুনে অভিযুক্ত মা!