নিজস্ব প্রতিবেদন: সোমবার বজ্রপাতে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২৭ জন। মঙ্গলবার ফের বাজ পড়ে বীরভূমে মৃত্যু হল  ২জনের। একটি ঘটনা ঘটেছে শান্তিনিকেতনের সরকারডাঙায়। অন্যটি ঘটেছে বীরভূমের রাজনগর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আমি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়েছি নাকি': উদ্ধব ঠাকরে


এদিন শান্তিনিকেতন(Shantinikatan) থানার বল্লভপুরের সরকারডাঙা গ্রামে বাজ পড়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতের নাম মুলি হেমরম (২৮)।  জানা গিয়েছে,  আজ বিকেলের দিকে প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে হাঁসের ছানা ঢাকা দিতে যায় ।  সেই সময় ঘটনাটি ঘটে।


আরও পড়ুনJuly-এ দ্বাদশ শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি, নির্দেশিকা জারি সংসদের  


অন্যদিকে, সিউড়ি(Suri) বিধানসভার রাজনগর ব্লক এর ভবানীপুর অঞ্চলের বেলেরা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় সুকুমার গড়াই নামে এক ব্যক্তির।  জানা গিয়েছে,  মাঠে কাজ করার সময় ওই ঘটনা ঘটে।  মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)