শান্তিনিকেতনের অন্যতম পরিচয় খোয়াই ধীরে ধীরে ধ্বংসের মুখে
শান্তিনিকেতনের অন্যতম পরিচয় খোয়াই। সেই নস্টালজিক খোয়াই ধীরে ধীরে ধ্বংসের মুখে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে গড়ে উঠছে এতের পর এক হোটেল, রেস্তোরাঁ, বাড়িঘর। খোয়াইয়ে নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন শিল্পী যোগেন চৌধুরী। মামলার রায় না হওয়া পর্যন্ত খোয়াই এলাকার ২২টি মৌজা এলাকায় নির্মাণে নিষেধাজ্ঞা দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশকে অমান্য করেই অবাধে চলছে নির্মাণকাজ।
ওয়েব ডেস্ক: শান্তিনিকেতনের অন্যতম পরিচয় খোয়াই। সেই নস্টালজিক খোয়াই ধীরে ধীরে ধ্বংসের মুখে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে গড়ে উঠছে এতের পর এক হোটেল, রেস্তোরাঁ, বাড়িঘর। খোয়াইয়ে নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন শিল্পী যোগেন চৌধুরী। মামলার রায় না হওয়া পর্যন্ত খোয়াই এলাকার ২২টি মৌজা এলাকায় নির্মাণে নিষেধাজ্ঞা দেয় শীর্ষ আদালত। সেই নির্দেশকে অমান্য করেই অবাধে চলছে নির্মাণকাজ।
আরও পড়ুন দুটো কিডনিই খারাপ, তাই এবছর মাধ্যমিক দেওয়া হয়নি কৃষ্ণনগরের দীপান্বিতার
অন্যদিকে, রূপপুর পঞ্চায়েতের NOC নিয়ে অবাধেই চলছে নির্মাণ। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে নির্মাণের অনুমতি দিচ্ছে পঞ্চায়েত? অনেকেই অভিযোগ তুলছেন, মোটা টাকার বিনিময়ে অনুমতি মিলছে। যদিও পঞ্চায়েতের দাবি, অবৈধ নির্মাণ আটকাতে উদ্যোগ নিচ্ছে তারা।
আরও পড়ুন ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যের গ্রামাঞ্চলে লক্ষ্যমাত্রার তুলনায় রাস্তা হয়েছে কম