নিজস্ব প্রতিবেদন: ফের বজ্রপাত! সাতসকালে প্রাণ হারালেন ২ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। এবার ঘটনাস্থল বাঁকুড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ষার শুরুতেই এবার দুর্যোগের ঘনঘটা। লাগাতার বৃষ্টিতে ভেসেছিল রাজ্যের একাধিক জেলা। জল জমে দিয়েছিল খাস কলকাতার একাধিক এলাকায়। চলতি সপ্তাহেও পাঁচ জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।  শনিবার ভোরে একপ্রস্ত বৃষ্টি হয় বাঁকুড়ায়। সঙ্গে বজ্রপাত। 


আরও পড়ুন: সাপ উদ্ধার করতে গিয়ে মিলল দেশি বন্দুক, হাওড়ার শ্যামপুরে গ্রেফতার ১


স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে সঙ্গে নিয়ে তখন মাছ আনতে বাজারে যাচ্ছিলেন বাঁকুড়া সদর থানার রাজগ্রামের বাসিন্দা ভোলানাথ মণ্ডল। আচমকাই প্রবল শব্দে বাজ পড়ে। বজ্রঘাতে গুরুতর জখম হন ওই দম্পতি। হাসপাতালে নিয়ে গেলে ওই মাছ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। স্ত্রী চিকিত্‍সা চলছে।  বড়জোড়ার বুধন বাউরি পেশায় ক্ষেতমজুর। সকালে মাঠে কাজ করছিলেন। প্রবল বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিনিও। পত্রসায়রে  গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন।


আরও পড়ুন: চার মাস ধরে Link-Faliure কালনা পোস্ট অফিসে, সমস্যায় গ্রাহকেরা


প্রসঙ্গত,  চলতি মাসের গোড়ার দিকে রাজ্যের ৬ জেলায় বজ্রপাতে মারা গিয়েছিলেন ২৭ জন। তাও আবার একদিনেই! ঘটনার পর টুইটে দুঃখপ্রকাশ ও নিহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)