Amit Shah Live Update: অনুব্রতর গড়ে অমিত শাহের রোড শো, BJP-র মেগা Rally
মেদিনীপুরের মেগা সভার পর আজ বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের মেগা সভার পর আজ বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনভর রয়েছে একাধিক কর্মসূচি।
Amit Shah LIVE:
Latest Updates
'বাংলার ভূমিপুত্র-ই হবেন মুখ্যমন্ত্রী।' Zee ২৪ ঘণ্টাকে Exclusive সাক্ষাতকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পড়ুন, 'বাঙালিই বাংলার মুখ্যমন্ত্রী হবেন', Zee ২৪ ঘণ্টাকে স্পষ্ট জানালেন Amit Shah।
রোড শো শেষে জনতার উদ্দেশে ভাষণে ৫ বছরের মধ্যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের জন্য়। উন্নয়নের লক্ষ্যেই পরিবর্তন জরুরি।
বোলপুরে অমিত শাহের রোড শো-তে জনপ্লাবন, গেরুয়া ঢেউ। ফুল দিয়ে সাজানো গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুব্রতর গড় বোলপুরে রোড শো অমিত শাহের। শক্তি পরীক্ষা বিজেপির। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মেগা Rally বিজেপির। মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের ভিড়। অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে মানুুষের ভিড়। কেউ ফুল ছুড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে। পাল্টা ফুল ছুড়ে দিচ্ছেন অমিত শাহও।
শ্যামবাটিতে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজন সারছেন অমিত শাহ।
শ্যামবাটিতে অমিত শাহতে গান শোনালেন বাউল বাসুদেব দাস।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বললেন, 'আজ সৌভাগ্যের দিন। বিশ্বভারতীয় আসার সুযোগ হল আমর। বিশ্বভারতীতে সেই মহামানবকে শ্রদ্ধাঞ্জলি দিলাম, যিনি বিশ্বজুড়ে ভারতীয় কলা ও সংস্কৃতি উচ্চস্থান দিয়েছেন। সেই যুগে জাতীয়তাবাদের দুটি স্রোত ছিল- মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসু। দু'জনেরই অনুপ্রেরণা পেতেন একটা জায়গা থেকে। বিশ্বভারতীতে ভারতীয় সাহিত্য,দর্শন, সংস্কৃতি ও কলার সংরক্ষণ করেছেন গুরুদেব। তার সঙ্গে তালমিল ঘটেছে দুনিয়ার বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতির।'
বাংলাদেশ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে শ্যামবাটিতে বাউল গান ১১ বছরের কিশোরী শিল্পী বর্ষা দাসের।
বাংলাদেশ ভবনের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শান্তিনিকেতনে ভিজিটর্স বুকে নিজের প্রতিক্রিয়া লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে শান্তিনিকেতন ঘুরে দেখছেন Amit Shah।
সঙ্গীত ভবনে অমিত শাহ। সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকাসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা।
বিশ্বভারতীতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। উপাসনা গৃহ ঘুরে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রীনিকেতন ফুটবল মাঠের হেলিপ্যাড থেকে অমিত শাহকে নিয়ে বিশ্বভারতীর উদ্দেশে রওনা দিল কনভয়।
বোলপুর পৌঁছলেন অমিত শাহ। চপার থেকে নেমেই হাত নাড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ভবনে চূড়ান্ত প্রস্তুতি। রইল ছবি-
আরও পড়ুন, Shah-র অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সিদ্ধান্ত বিশ্বভারতীর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ১০টা ৫৬ মিনিট নাগাদ বোলপুরের উদ্দেশে রওনা দিল হেলিকপ্টার।
সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়।
বোলপুরে অমিত শাহের মিছিল ঘিরে তুঙ্গে প্রস্ততি। চারদিক ছয়লাপ গেরুয়া পতাকা আর মোদী-শাহ কাটআউটে।
বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে পুষ্পস্তবক ও একতারা।
কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অমিত শাহ।
রাজারহাটের হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ।
সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে বিশ্বভারতীতে আঁটসাঁট নিরাপত্তা।
শ্রীনিকেতন ফুটবল মাঠে অমিত শাহের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।
আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
বাউল বাসুদেব দাসের বাড়িতে শুরু হয়ে গিয়েছে রান্নার তোড়জোড়।
কৃষক পরিবারের পর আজ বোলপুরে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
যোগ দেবেন বিশ্বভারতীর অনুষ্ঠানে।
আজ বোলপুরে রোড শো করবেন অমিত শাহ।
অমিত শাহের দুদিনের রাজ্য সফরের আজ শেষ দিন।