LIVE: ফাঁকা মাঠে স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী, রেশন দুর্নীতির আবহেই নয়া কাণ্ডে শোরগোল
দিল্লি এক্সাইজ পলিসি দুর্নীতি মামলার তদন্তে আজ এগারোটায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরির। এনিয়ে উত্তেজনা বাড়ছে দিল্লিতে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় পুলিস
দিল্লি এক্সাইজ পলিসি দুর্নীতি মামলার তদন্তে আজ এগারোটায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরির। এনিয়ে উত্তেজনা বাড়ছে দিল্লিতে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় পুলিস
Latest Updates
কেন্দ্রীয় সরকারের ছাপ মারা বস্তা বস্তা রেশন সামগ্রী উদ্ধার। রেশন দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে কেন্দ্রীয় সরকারের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী। বস্তার মধ্যে নষ্ট হয়ে যাওয়া ছোলা।
কাঁথি থানায় আজ তলব করা হয়েছে শুভেন্দু অধিকারির ভাই সৌমেন্দু অধিকারিকে। ফাইল লোপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ককে ফের তলব করল ইডি।
দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রী রাজ কুমার আনন্দের ৯ ঠিকানায় তল্লাশি।
টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। সংসদের এথিকস কমিটিতে গেলেন দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
বুধবার ইম্ফলে সেনা ক্যাম্পে হামলা চালাল একদল লোক। তাদের হঠাতে গুলি চালাল সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে কার্ফু জারি করল প্রশাসন।
শুল্ক নীতি দুর্নীতির তদন্তে আজ ইডির মুখোমুখি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এমনও জল্পনা রয়েছে তিনি হাজিরা নাও দিতে পারেন। এসবের মধ্যেই ইডিকে চিঠি লিখলেন কেজরিওয়াল। সূত্রের খবর, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোটিস ফেরত নিন বলে ইডিকে জানিয়েছেন কেজরি।