LIVE: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিসদের মিষ্টিমুখ ধর্মঘটীদের

Fri, 12 Feb 2021-3:06 pm,

Latest Updates

  • পুলিসদের মিষ্টি খাওয়ালেন বাম সমর্থক ধর্মঘটীরা

  •  

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    বামেদের টায়ার জ্বালিয়ে কর্মসূচি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে

     

  • বর্ধমানে আইটিআই-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার পথে, বামেদের ধর্মঘটে পাণ্ডুয়া স্টেশনে আটকে পড়েন কলেজছাত্রী। রেল অবরোধ তুলে নিতে অনুরোধ জানান তিনি। শেষে স্টেশন চত্বরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন তিনি। 

  • অশান্তির বাতাবরণ তৈরি হয় এন্টালির মিছিলে। এন্টালি থেকে কলেজস্ট্রিট পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মিছিলে হাঁটছে বাম-কংগ্রেস। মিছিল থেকে জোর করে দোকান বন্ধ, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়। 

  • মৌলালি মোড়ে ধর্মঘটীদের তাণ্ডব। বাস আটকানোর চেষ্টা করলেন বনধ সমর্থকরা। একইসঙ্গে গোটা রাস্তা জুড়ে জ্বালিয়ে দেওয়া হয় টায়ার ও খড়। বনধ সমর্থকদের বিক্ষোভের জেরে প্রায় মিনিট ১৫-২০ অবরুদ্ধ থাকে মৌলালির মত ব্যস্ততম মোড়।

  • বামেদের হরতালে আংশিক প্রভাব রাজ্যে।  তবে আসানসোলের বেশ কিছু এলাকায় বনধ সমর্থককারীরা রাস্তায় পথচারী ও আরোহীদের মারধর করে বলে জানা যাচ্ছে। যে ছবি Zee 24 Ghanta র হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, বাইক আরোহীকে বেধরক চড় থাপ্পড় মারছেন বাম ধর্মঘটীরা।

  • চিরচরিত বনধের ছবি থেকে শুক্রবারের চুঁচুড়া রোডে বাম কর্মীদের অবরোধের ছবিটা ছিল অনেকটা আলাদা। পুলিসের সঙ্গে কোনও বচসায় না গিয়ে মিষ্টি মুখ করায় তাঁদের। তাও আবার চকোলেট দিয়ে। প্রসঙ্গত, বলে রাখা ভালো যে ছবি সামনে এসেছে তাতে স্পষ্ট পুলিস সেই চকোলেট নিতে অস্বীকার করেন।  

  • আজ রাজ্য জুড়ে বামেদের ডাকে চলছে ১২ ঘণ্টার বনধ। বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে এ সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল 

     
  • যাদবপুরে রেল অবরোধ। আটাকনো হল হাসনাবাদ ট্রেন, অন্যদিকে বারুইপুর লোকাল। ট্রেন অবরোধে সামিল বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বাম সমর্থক ধর্মঘটীরা। কার্যত আপ ও ডাউন ট্রেনের উপর উঠে পড়েন তাঁরা।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link