নিজস্ব প্রতিবেদন: কলকাতার বিভিন্ন জায়গায় লকডাউন মানা হচ্ছে না। সেইসব জায়গায় কঠোরভাবে লকডাউন লাগু করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে পাঠানো এক চিঠি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'রাজারহাট, একবালপুরে বোঝাই যাচ্ছে না লকডাউন, মুখ্যমন্ত্রী নিশ্চুপ', রাজ্যপালকে জানাল বিজেপি


শনিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যাকে ওই চিঠি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হ্যাঁ চিঠি এসেছে। কিছু জায়গায় নজরদারি করতে বলা হয়েছে। বুঝতেই তো পারছেন সবকিছু। করোনার বিরুদ্ধে লড়াইকে আমরা অন্য কোনওভাবে নিচ্ছি না। এটাকে আমরা একটা ডিজিজের বিরুদ্ধে লড়াই হিসেবে নিচ্ছি।


উল্লেখ্য, রাজ্যের বেশকিছু জায়গায় মানা হচ্ছে না লকডাউন বলে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে মুখ্যসচিব ও ডিজিকে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, কলকাতার রাজাবাজার, নারকেলডাঙ্গা, তোপসিয়া, মেটিয়াবুরুজের মতো জায়গায় লকডাউন মানছেন না সাধারণ মানুষ। সোশ্যাল ডিস্টানসিংও মানা হচ্ছে না। নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান খোলা হচ্ছে।


আরও পড়ুন-‘করোনা পরবর্তিতে প্রবল আর্থিক মন্দার মুখে পড়বে ভারত, সরকার সাহায্য চাইলে দেশে ফিরব’


চিঠিতে আরও লেখা হয়, পুলিসের সামনেই ধর্মীয় জমায়েত হচ্ছে। রাজনৈতিক দল ত্রাণ বিলি করছে। সরকাররি প্রতিষ্ঠানকে কোনও কোনও ক্ষেত্রে ত্রাণ দিতে দেখা যাচ্ছে না। এনিয়ে রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। লকডাউন যাতে ভাঙা হয় তার ব্যবস্থা করতে হবে।


প্রসঙ্গত ওই একই অভিযোগ নিয়ে শনিবার রাজ্যপালর দ্বারস্থ হয় রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, রাজ্য বিজেপি প্রধান অভিযোগ করেন, রাজ্য সরকার করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তথ্যের অমিল রয়েছে।