জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিন হুগলি লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই মোদীকে আয়ুষ্মান কার্ড নিয়ে তোপ দাগেন। এমনকী প্রধানমন্ত্রীকে ফোর টোয়েন্টি বলেও কটাক্ষ করেন তিনি। প্রচারবাবু বলে ফের মোদীকে নিশানাও করেন মমতা। নির্বাচন কমিশন পাপেট, মোদী ঘোরাচ্ছে ঘুরছে। প্রচারবাবু নিজের প্রচার ছাড়া কিছু বোঝেন না। চুঁচুড়ার সভা থেকে তোপ তৃণমূলনেত্রীর। পাল্টা বিজেপির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, WB Uccha Madhyamik Result 2024: স্বপ্নপূরণ? গরিব পরিবারের মেয়ে উচ্চ মাধ্যমিকে ব্লকে প্রথম! নার্স হতে চায় সে...


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আয়ুষ্মান ভারতের আওতায় ৭০ বছরের পর সকলকে চিকিৎসা দেবেন বলছেন মোদীবাবু। আপনার নিজের বয়স কত হয়েছে, একবারও গুনে দেখেছেন? নির্বাচনের আগেই বা কেন বলেননি? আমরা তো সব নির্বাচনের আগে করেছি। আয়ুষ্মান কার্ড করতে  বলে। কেন করব? আমাকে ৫০ শতাংশ টাকা দিতে হবে। সব জায়গাতে চিকিৎসা পাবে না। সবাই এই কার্ডও পাবে না। তা হলে এই কার্ড কেন করব? মাছের তেলে মাছ ভাজা ইয়ার্কি।' 


মমতা বলছেন, 'প্রতিটা কাজে ভাঁওতা দিচ্ছে। সব ফোরটোয়েন্টি গ্যারান্টি। রবীন্দ্রনাথকে চেনেন না। ছবি উল্টো করে ধরেছিলেন। আর বিজ্ঞাপনে বলছে যে উনি বাংলার নেতা। বাংলার দুর্ভাগ্য কোনও দিন হবে না।' কমিশনকে বিঁধে মমতা বলেন, "নির্বাচন কমিশন তো কলের পুতুল! মোদী ঘোরাচ্ছেন, ঘুরছেন। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলছে। আর বুঝি কাজ নেই দেশে? সব কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। পাঁচ বছরের মধ্যে এক বছর যদি নির্বাচনেই চলে যায়, তাহলে চার বছরে সব কাজ হবে কী করে? 


বিজেপিকে তোপ দেগে মমতার বক্তব্য, 'বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর-ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে চিজ় ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কী চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে।' 



আরও পড়ুন, Howrah Station: ভয়ংকর, মহিলাকে পেটে ছুরি 'সঙ্গী' যুবকের! হাওড়া স্টেশনে দিনে-দুপুরে রক্তারক্তি কাণ্ড...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)