Lok Sabha Election 2024: তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোট, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ
তৃতীয় দফার কাউন্টডাউন শুরু। ডিসিআরসিতে ব্যস্ততা। কোনও ফাঁকফোকড় রাখতে নারাজ কমিশন। তত্পরতা তুঙ্গে। নজরে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
সোমা মাইতি: মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ ৭ মে। জেলায় মোতায়েন ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। মালদা দক্ষিণ কেন্দ্রের ফারাক্কা এবং সামসেরগঞ্জ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই দুই বিধানসভা এলাকার ডিসি নিউ ফারাক্কা হাইস্কুল, আরসি মালদহ পলিটেকনিক কলেজ। জঙ্গিপুরের ডিসি রয়েছে ৪ টিঃ রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুল, জঙ্গিপুর পলিটেকনিক কলেজ, লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশন, কান্দি রাজ হাইস্কুল। এই চারটিই কালেকশন সেন্টার। আরসি এবং স্ট্রং রুম জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউশনে।
মুর্শিদাবাদ কেন্দ্রের ডিসিঃ ২ টি। বহরমপুর স্টেডিয়াম এবং নদীয়া জেলার করিমপুরে বাবা সাহেব আম্বেদকর তেহট্ট হাই স্কুল। এই দুটিই কালেকশন সেন্টার। আরসি এবং স্ট্রং রুম কৃষ্ণনাথ কলেজে। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ডিসিঃ বহরমপুর স্টেডিয়াম, কালেকশন সেন্টার বহরমপুর স্টেডিয়াম। আরসিঃ বহরমপুর কলেজ।
জেলায় নাকা পয়েন্ট রয়েছে ৭৬টি।
এর মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ভোটারঃ ১৮,৮৬,৯০৬ , পুরুষ ভোটারঃ ৯,৬১,৫৫৬ , মহিলা ভোটারঃ ৯,২৫,৩২২ , তৃতীয় লিঙ্গের ভোটারঃ ২৮ । বুথের সংখ্যাঃ ১৯৩৮, স্পর্শকাতর বুথঃ ৪৪১,কেন্দ্রীয় বাহিনীঃ ১১৪ কোম্পানি। ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনে মোট ভোটারঃ ২, ৭৭,৩১০, পুরুষঃ ১,৪২,৩৬১, মহিলাঃ ১,৩৪,৯৯০, তৃতীয় লিঙ্গঃ ১ । বুথঃ ২৮১। জেনারাল অবজার্ভার কমল কিশোর সোয়ান।
জঙ্গিপুর লোকসভায় মোট ভোটারঃ ১৮,৮৬,৯০৬,পুরুষ ভোট ৯,১৫,৫২০, মহিলা ভোটার ৮,৮৬,১৬৯, তৃতীয় লিঙ্গের ভোটার২৫। বুথের সংখ্যাঃ১৮৫১, স্পর্শকাতর বুথঃ ৫০৯ , কেন্দ্রীয় বাহিনীঃ ৬৪ কোম্পানি। জেনারেল অবজার্ভার মনীশ ঠাকুর। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রের পুলিশ অবজারভার সন্দীপ বি পাটিল। প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ ।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রঃ মোট ভোটারঃ ১৮,৮৬,৯০৬, বুথের সংখ্যাঃ ১৯৩৮, স্পর্শকাতর বুথঃ ৪৪১, কেন্দ্রীয় বাহিনীঃ ১১৪ কোম্পানি, ভগবানগোলা বিধানসভাঃ মোট ভোটারঃ ২, ৭৭,৩১০ বুথঃ ২৮১, জঙ্গিপুর লোকসভাঃ মোট ভোটারঃ ১৮,৮৬,৯০৬, বুথের সংখ্যাঃ১৮৫১, স্পর্শকাতর বুথঃ ৫০৯, কেন্দ্রীয় বাহিনীঃ ৬৪ কোম্পানি।প্রতিটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহণ ।