জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেদিনীপুর(Medinipur) এখন দিলীপগড় নামেই পরিচিত। একদা বামগড় এবং তারপর পালাবদল হয়ে তৃণমূলে(TMC) জেতা আসনে পরিণত হওয়া মেদিনীপুরে হাওয়া ঘুরিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। ২০১৯ সালে ৬ লাখ ৮৫ হাজার ৪৩৩ ভোট পেয়ে পরাজিত করেন দুঁদে রাজনীতিবিদ মানস ভুঁইয়াকে। কিন্তু এবার সেই মেদিনীপুর থেকেই বিজেপির হয়ে টিকিট পাননি দিলীপ ঘোষ। তাঁর পরিবর্তে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)। তাঁর বিপরীতে লড়ছেন তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া(June Maliah)। মঙ্গলবারই দেশজুড়ে লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফলের(Lok Sabha Election Result 2024) ঘোষণা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে কে কত ভোটে জয়ী হলেন, কে হারলেন? মেদিনীপুর আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনার ট্রেন্ড ও চূড়ান্ত ফলাফল জানতে চোখ রাখুন- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা নির্বাচন ২০২৪: মেদিনীপুর


দল- প্রার্থী - প্রাপ্ত ভোট 



তৃণমূল- জুন মালিয়া- জয়ী ২৮ হাজার ৯১ ভোটে ( প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৮২ হাজার ৭৭৩)


বিজেপি- অগ্নিমিত্রা পল- (প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৫৪ হাজার ৬৮২)


সিপিআই- বিপ্লব ভট্ট- (প্রাপ্ত ভোট ৫৫ হাজার ৯২৩)


 


কেন্দ্রের খুঁটিনাটি---
সাত দফা ভোটের ষষ্ঠ দফায় ভোট হয় মেদিনীপুরে। ভোট হয় ২৫ মে তারিখে। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১১ হাজার ২৪৩ জন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- এগরা, দান্তন, কেশিয়ারী, খড়গপুর, নারায়ণগড়, খড়গপুর সদর, মেদিনীপুর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই কেন্দ্রে  SC ভোটার ১৫.২ শতাংশ। ST ভোটার ১২.৬ শতাংশ ও মুসলিম ভোটার ৯.৯ শতাংশ। এই কেন্দ্রে শিক্ষার হার ৭০.১২ শতাংশ। 


আরও পড়ুন- Bishnupur Lok Sabha Election Result: প্রাক্তনকে পিছনে ফেলে ক্রমশঃ এগোচ্ছেন সুজাতা


ভোটের হার- 



ভোটার - ১৮১১২৪৩
ভোট পড়েছে - ১৪৭৭৩০৯
শতাংশ হারে - ৮১.৫৬%


আসনের ইতিহাস---
কংগ্রেস থেকে বাম হয়ে তৃণমূল এবং বর্তমানে BJP-র তারকা কেন্দ্র মেদিনীপুর। রাজ্যে পালাবদলের পর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়। এরপর ২০১৯ সালে পাশা পালটে যায়। সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুর জেলা ও পূর্ব মেদিনীপুর অংশ জুড়ে বিস্তৃত। ১৯৫২ সালের প্রথম নির্বাচনে এই আসন থেকে জয়ী হন কংগ্রেসের তুডু ভরতলাল। সে সময় এই কেন্দ্রের নাম ছিল মেদিনীপুর-ঝাড়গ্রাম। পরবর্তীতে তাঁর মৃত্যুতে সাংসদ নির্বাচিত হন বিজেপির সুবোধ চন্দ্র হাঁসদা। ১৯৫৭ সালে কেন্দ্রটির নাম বদলে হয় মেদিনীপুর। সেই বছর জয়ী হন কংগ্রেস প্রার্থী নরসিংহ মল্লা উগল সান্দা। এরপর টানা কংগ্রেসের দখলে ছিল এই কেন্দ্র। ১৯৭৭ সালে এই কেন্দ্রে জয়ী হন জনতা পার্টির সুধীর কুমার ঘোষাল। ১৯৮০ সাল থেকে লাগাতার জয় পেয়ে মেদিনীপুরকে নিজেদের গড়ে পরিণত করে সিপিআইএম। এরপর পালাবদলের পর ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সন্ধ্যা রায়। আবার ২০১৯ সালে পাশা পালটে যায়। কিন্তু মাত্র এক টার্মেই বদলে যায় সমীকরণ। এই কেন্দ্রে জয় পান বিজেপির দিলীপ ঘোষ।


আরও পড়ুন- Ghatal Lok Sabha Election Result Live: ঘাটাল লোকসভা নির্বাচনের ফলাফলে এবার দেবের হ্যাট্রিক? নাকি হবে পালাবদল?


২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল---
২০১৯ সালের লোকসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের মানস ভুঁইয়াকে পরাজিত করেন দিলীপ ঘোষ। ৮৮,৯৫২ ভোটের ব্যবধানে আসনটি জিতেছিলেন তিনি। দিলীপ ঘোষ পেয়েছিলেন ৬ লাখ ৮৫ হাজার ৪৩৩ ভোট (৪৯%) এবং মানস রঞ্জন ভুঁইয়া পেয়েছিলেন ৫৯৬,৪৮১ ভোট (৪২.২৯%)।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)