নিজস্ব প্রতিবেদন: ডায়মন্ডহারবার এবার তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। কারণ সেখান থেকে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আসনে ভালো লড়াই দেবে বলে মনে করছে সিপিএম। কারণ তাদের অস্ত্র প্রার্থী ফুয়াদ হালিমের স্বচ্ছ ইমেজ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোট মেটার আগেই জোট তত্পরতা! দিল্লিতে রাহুলের বাসভবনে চন্দ্রবাবু


অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস


বয়স-৩১


ঠিকানা-হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা


আয়- ৭৫,০৩,১৩০ টাকা(২০১৭-১৮), স্ত্রী-১,৫১,৬১,১৫০ টাকা


মামলা-নেই


হাতে নগদ-৯২,৫০০ টাকা, স্ত্রী-৮৭,৩০০ টাকা


অস্থাবর সম্পত্তি-৭১,৪০,৭৩৯ টাকা, স্ত্রী- ৩৫৫৫৯১৫টাকা


স্থাবর সম্পত্তি-নেই, স্ত্রী-নেই


ঋণ-নেই, স্ত্রী-নেই


শিক্ষা-এমবিএ


পেশা-চাকুরি, স্ত্রী-চাকুরি


 


নিলাঞ্জন রায়, বিজেপি


বয়স-৪৩


ঠিকানা-শিবতালি, বালুরঘাট, দক্ষিণ ২৪ পরগনা


আয়- ৬,০৪,৮০০ টাকা(২০১৮-১৯), স্ত্রী-৪,৮১,৪৫০ টাকা(২০১৭-১৮)


মামলা-৪


হাতে নগদ-১,২৫,০০০ টাকা, স্ত্রী-৬৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-২৭,১৫,৯৯৮ টাকা, স্ত্রী-১৮,৪৩,৪৫৭ টাকা


স্থাবর সম্পত্তি-৯৩৫৬০১ টাকা, স্ত্রী-রেকর্ড নেই


ঋণ-নেই


শিক্ষা-বিকম, এলএলবি


পেশা-স্বনিযুক্ত


আরও পড়ুন-গরমে মাথা ঘুরে পড়ে গেলেন ভোটকর্মী, অস্বস্তি আরও বাড়তে পারে রবিবার


ফুয়াদ হালিম, সিপিএম


বয়স-৪৮


ঠিকানা-এমডি ইশহাক রোড, কলকাতা


আয়- ১০,৪৯,৯৩৩ টাকা(২০১৭-১৮)টাকা, স্ত্রীর আয়-২,৬৮,৬৫২ টাকা


মামলা-নেই


হাতে নগদ-৩,০০০ টাকা, স্ত্রী-৬০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-৫৬,০৭,৩২১ টাকা, স্ত্রীর-৪১,৮৬,২৭৮ টাকা


স্থাবর সম্পত্তি-২,৬২,২৪,৬৫৭ , স্ত্রী-রেকর্ড নেই


ঋণ-নেই, স্ত্রীর-নেই


শিক্ষা-এমবিবিএস


পেশা-চিকত্সক


সৌম্য আইচ রায়, কংগ্রেস


বয়স-৪৯


ঠিকানা-পূর্ব রাজাপুর, কলকাতা


আয়-৩,৯৬,৮৬৪ টাকা(২০১৭-১৮), স্ত্রী-২,৯৩,৯২৬ টাকা


মামলা-নেই


হাতে নগদ-১,৭২,০০০ টাকা, স্ত্রী-১৭০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-৮,৬১,০০০ টাকা, স্ত্রী-১১.২৫ লাখ টাকা


স্থাবর সম্পত্তি-১,০৪,৭০,০০০ টাকা


ঋণ-৫,০০০০০


আয়-ব্যবসা থেকে


শিক্ষা-এমএসসি


পেশা-ব্যবসা