নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। এরপরেই সাংবাদিক বৈঠক করে মুকুল পুত্র শুভ্রাংশু জানিয়ে দেন তিনি তৃণমূলেরই কর্মী। শুধু তাই নয় দীনেশ ত্রিবেদীর হয়ে দেওয়াল লিখন থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে যাওয়া- সবই করলেন মুকুল পুত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দুই শরিককে শূলে চড়িয়ে কংগ্রেসের হাত নিশ্চিত করল সিপিএম?


এমনিতেই খুব একটা প্রচারের আলোয় থাকেন না শুভ্রাংশু। মুকুল রায় দল ছাড়ার পর তাঁকে নিয়ে দলে আলোচনা বেড়েছে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই শুক্রবার দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারে নেমে পড়লেন শুভ্রাংশু। রং-তুলি নিয়ে দীনেশের হয়ে দেওয়ালও লিখলেন পুরোদমে। তাঁর এভাবে জোরকদমে ময়দানে নেমে পড়া তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।



আরও পড়ুন-আজ বিজেপির নির্বাচন কমিটির বৈঠক, ঘোষণা হতে পারে ১০০ প্রার্থীর নাম


উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুভ্রাংশু সাংবাদিকেদর বলেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দলনেত্রী রয়েছেন ততদিন তৃণমূলেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নেতা হিসেবে মানতে বলবেন তাকেই নেতা হিসেবে মানব। তা সে দিলীপ ঘোষ হোক বা সুজন চক্রবর্তী।