নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়ার পর উত্তপ্ত শ্যামনগর। তৃণমূলের পাঁচ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও পাল্টা হামলার অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় আহত হয়েছেন ৫ তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে সোমবার রাত থেকে উত্তপ্ত শ্যামনগর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামানো রয়েছে  র‍্যাফ। ঘটনাস্থলে যান বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ঘটনার সূত্রপাত সোমবার রাতে। শ্যামনগরের বঙ্কিমনগরের বাসিন্দা পাঁচ তৃণমূল কর্মীর বাড়িতে আচমকাই হামলা চলে বলে অভিযোগ। তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এবিষয়ে দীনেশ ত্রিবেদীর অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাতে, তাঁদের চাপে রাখতে এই কাজ করছে। এলাকায় রাতে ৬-৭ রাউন্ড গুলি চলেছে বলেও অভিযোগ করেন তিনি।


তৃণমূলনেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে 
যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীরাই প্রথমে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাঁদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। আক্রান্ত বিজেপি কর্মীরাই প্রতিরোধ গড়তে পাল্টা হামলা চালিয়েছেন বলে দাবি তাঁর। 
ঘটনার পর থেকে থমথমে শ্যামনগর। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। তবে গুলিচালনার কোনও প্রমাণ পায়নি পুলিস।