তৃণমূলনেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মহম্মদ সেলিমের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালান এলাকার বিজেপি কর্মী  কৃষ্ণা সিং ও অজয় সিং নামে দুই ভাই। 

Updated By: Apr 9, 2019, 07:22 AM IST
 তৃণমূলনেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। ঘটনাকে ঘিরে সোমবার রাত থেকে উত্তেজনা বর্ধমান শহরে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

 

অভিযোগ, সোমবার রাতে বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ সেলিমকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে নিজের বাইকেই ফিরছিলেন তিনি। একটি চারতলা আবাসনের নীচে আচমকা তাঁর ওপর হামলা হয়।  

বঙ্গে বিজেপির চমকপ্রদ উত্থানের ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়
মহম্মদ সেলিমের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালান এলাকার বিজেপি কর্মী  কৃষ্ণা সিং ও অজয় সিং নামে দুই ভাই। বাড়ি ফেরার পথে  অভিযুক্ত কৃষ্ণা ও অজয় সিং মোটর বাইক নিয়ে তার পিছু ধাওয়া করছিল বলে অভিযোগ।

কোচবিহারে ভোট নিরাপত্তার দায়িত্বে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
প্রাক্তন কাউন্সিলরের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি করার জন্য কৃষ্ণা ও অজয় অস্ত্র উঁচিয়ে ছিলেন। সেময় স্থানীয় বাসিন্দারা তা দেখে চিত্কার করায় তিনি বাইক থেকে নেমে যান। তখনই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় গুলি। দু'রাউন্ড গুলি চলেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ লোকো কলাবাগান এলাকায় যায়।পুলিশ রাস্তার ধারে জঙ্গল থেকে একটি গুলির খোল উদ্ধার করে। 

.