নিজস্ব প্রতিবেদন: ভোটের বলি আরও ১। ছেলেকে বাঁচাতে গিয়ে 'খুন' বিজেপি কর্মীর মা। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগের দিনই এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ার। মৃতার নাম সুখবালা দাস (৮০)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। আলিপুরদুয়ারের উত্তর নারারথলি এলাকায়  দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী হরিদাস দাস। বিজেপির অভিযোগ, তৃণমূলের কয়েক জন কর্মী সেসময় হরিদাসের ওপর চড়াও হন। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। 


লোকসভা ভোটে বঙ্গে গেরুয়া ঝড় তুলতে বিজেপির প্রচারে ৪ কপ্টার, ১ চার্টাড বিমান


 বাড়ির অদূরেই ছেলেকে মারা হচ্ছে শুনতে পেয়ে ছুটে যান সুখবালা দাস। তিনি ঝাঁপিয়ে পড়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। সেসময় ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তায় বেকায়দা পড়ে গিয়েই মৃত্যু হয় আশি বছরের বৃদ্ধার। 


লোকসভা ভোটের প্রচারে ৩ এপ্রিল উত্তরবঙ্গে মোদী-মমতার দ্বৈরথ
ঘটনার পরই বিজেপির তরফে তৃনমূলের স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে কামাক্ষাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ 
তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন, ''যে কোন মৃত্যুই দুঃখজনক ৷ তবে সুখবালা দাস অসুস্থ ছিলেন ৷ বিজেপি এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে৷'' মৃতার ছেলে হরিদাস দাস বলেন, ''তৃনমুলের নেতারাই মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন , তাতেই তাঁর মৃত্যু হয়েছে ৷''