আধাসেনার সামনেই পুলিসের সঙ্গে বচসা অর্জুন সিংয়ের, `অশনিসংকেত` দেখছে তৃণমূল
পুলিসের চোখে চোখ রেখে প্রশ্ন করেন অর্জুন সিং। পুলিসের কাছে তিনি জানতে চান, গতকাল আপনারা কোথায় ছিলেন?
নিজস্ব প্রতিবেদন : ভোটের আগের দিন উত্তপ্ত হালিশহর। শনিবার রাতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আজ ঘটনাস্থলে যান অর্জুন সিং। অর্জুন সিং ঘটনাস্থলে যেতেই পুলিসও ঘটনাস্থলে পৌছয়। এরপরই পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।
পুলিসের চোখে চোখ রেখে প্রশ্ন করেন অর্জুন সিং। পুলিসের কাছে তিনি জানতে চান, গতকাল আপনারা কোথায় ছিলেন? পুলিসকে ঘিরে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরাও। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। রীতিমতো 'ধস্তাধস্তি' বেঁধে যায় পুলিসের সঙ্গে অর্জুন সিং সহ বিজেপি কর্মী, সমর্থকদের। প্রসঙ্গত, হালিশহর এলাকাটি মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বিধানসভা কেন্দ্র বিজপুরের অন্তর্গত।
আরও পড়ুন, পঞ্চম দফায় বাড়ি থেকে বুথ পর্যন্ত ভোটারদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি কমিশনের
আগামিকাল অগ্নিপরীক্ষা। তার আগের দিন সকাল থেকে মাটি কামড়ে পড়ে রইলেন অর্জুন সিং। এদিন বারাসতে সর্বদল বৈঠক করেন বিবেক দুবে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্জুন। পাশাপাশি, নোয়াপাড়া এলাকা থেকে একের পর এক অভিযোগ আসে। বিজেপির পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ আসে। অভিযোগ পেয়েই ছুটে যান অর্জুন সিং। তৃণমূলের পার্টি অফিসের সামনে দাঁড়িয়েই তৃণমূলকে দুষতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন, প্রেস্টিজ ফাইট জিততে মন্দিরে পুজো অর্জুনের, চাইলেন আশীর্বাদ
আর এই বডি ল্যাঙ্গোয়েজেই অশনিসংকেত দেখছেন অর্জুন বিরোধীরা। অর্জুনের বিরুদ্ধে বিজেপি ক্যাডারদের কেন্দ্রীয় বাহিনীর উর্দি বিলোনোর অভিযোগ এনেছে তৃণমূল। কমিশনে নালিশও ঠুকেছে তারা। ভোটের দিন অর্জুনকে নজরবন্দি রাখার জন্য কমিশনে আর্জি জানিয়েছে সিপিএমও। তবে এসব কোনও কিছুতেই দমছেন না বাহুবলী।