রবির রাত পোহালেই সোমবার ভোট। তার আগে মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে।
2/7
এদিন বালাজি মন্দিরে পুজো দেন অর্জুন সিং। পুজো দিয়ে অর্জুন সিং তোপ দাগেন পুলিস শাসকদল তৃণমূলের কথা শুনে চলছে।
photos
TRENDING NOW
3/7
তিনি বলেন, "এখানে পুলিস ওদের সাথে। তাই শান্তিতে ভোট হবে বলে মনে হচ্ছে না"
4/7
জানান, "ঠাকুরের কাছে প্রার্থনা করলাম কাল যেন অসুর শক্তি বিনাশ করতে পারি।"
5/7
এর আগে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর কাছে রাজ্য পুলিসকে নিয়ে অভিযোগ করতে দেখা যায় অর্জুন সিংকে। তৃণমূল পার্টি অফিসের সামনেই তাঁকে চিত্কার করে অভিযোগ জানাতে শোনা যায়।
6/7
তাঁর অভিযোগ, "টাকা বিলি করছে। অস্ত্র নিয়ে ঘুরছে। পুলিস কিছু করছে না।" এরপরই কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ করতে দেখা যায় তাঁকে।
7/7
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট নিয়ে অসন্তোষের জেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান অর্জুন সিং। ব্যারাকপুর আসনে দীনেশ ত্রিবেদীর বিপক্ষে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। কাল ময়দানে লড়াই। দীনেশ ত্রিবেদী না অর্জুন সিং, কার পক্ষে রায় দিল ব্যারাকপুরের মানুষ? তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত।