নিজস্ব প্রতিবেদন: বিজেপির দেওয়াল লিখনে 'চৌকিদার চোর হ্যায়'! বিষয়টা শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনটাই ঘটেছে খোদ হাওড়া শহরে। হাওড়া কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের ওই দেওয়াল নিয়েই চাপানউতর চলছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপির নেতা ললিত নারায়ণ মেহেতার অভিযোগ, এটা সম্পূর্ণ শাসকদলের কাজ। বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কাজ করা হচ্ছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ২৯ নম্বর ওয়ার্ডের একটি দেওয়ালকে কেন্দ্র করে পাল্টা অভিযোগ জানিয়েছে।



আরও পড়ুন, সোমবারই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন বিবেক দুবে


তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের দেওয়াল বিজেপির লোকেরা জোর দখল করেছে। তৃণমূলের দেওয়াল লিখন থাকা সত্ত্বেও বিজেপি তার উপর লিখে যাচ্ছে।  যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।