নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়ি লোকসভা দখলে এবার মরিয়া বিজেপি। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি রবীন্দ্রভবনে জেলা দলের বিভিন্ন মোর্চার নেতা-নেত্রীদের সঙ্গে রুদ্ধদ্বার সভা করলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। বৈঠক শেষে সাংবাদিকদের অরবিন্দ মেনন বলেন, "যে টাস্ক দেওয়া হল, তা শেষ করলে জয় শুধুই সময়ের অপেক্ষা।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রুদ্ধদ্বার বৈঠকে দলীয় নেতা-কর্মীদের জন্য বেশ কিছু হুইপ জারি করেছেন কেন্দ্রীয় নেতা। বিজেপি সূত্রে খবর, মোট ৭টি হুইপ জারি করা হয়েছে। যথা-


১) নিজের নিজের এলাকায় কর্মরত সমস্ত হিন্দুত্ববাদী সংঘঠনের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের নিবির যোগাযোগ স্থাপন বাধ্যতামূলক।


২) গ্রাম কিংবা শহরে দলমত নির্বিশেষে সব মানুষের মোবাইলে নির্বাচন কমিশনের সিভিজিল অ্যাপটি ডাউনলোড করে দেওয়া।


৩) 'ঝোপরি ঝোপরি'তে গিয়ে 'খুপরি খুপরি'তে পদ্মফুল ঢুকিয়ে দেওয়া। অর্থাৎ গত ৫ বছরে বিজেপি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া।


৪) একটা ভোটও যাতে 'লুঠ' না হয়, তাই গ্রাম পাহারা ব্যবস্থা করা। আরও পড়ুন, 'অসম্মান করছে সিপিআইএম', জোট জটে দিল্লিতে দরবার প্রদেশ কংগ্রেসের


৫) ভোটের দুদিন আগে থেকে বুথ প্রতি ১০টি বাইক ও ন্যূনতম ১০টি অ্যান্ড্রয়েড ফোন সচল রাখতে হবে।


৬) দুষ্কৃতীরা গ্রাম দখলের চেষ্টা করলে, বাইক নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যেতে হবে। সামগ্রিক পরিস্থিতি লাইভে তুলে ধরতে হবে।


৭) কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীদেরও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। আরও পড়ুন, ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গোনার দাবি, নির্বাচন কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের