নিজস্ব প্রতিবেদন: ভুয়ো এক্সিট পোল বাজারে ছেড়ে বিজেপি গণনাকেন্দ্র থেকে বিজেপি ইভিএম সরাতে পারে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে আগে ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি করেছে বিরোধী দলগুলি। ইভিএম নিয়ে তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়র পাল্টা কটাক্ষ, বাংলায় বিজেপি নেতাদের সভা পণ্ড করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি ইভিএম বদলে দেবে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৈলাস বিজয়বর্গীয় টুইট করেছেন,''বাংলায় বিজেপির সভায় বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার অবতরণ করতে দেননি। সেখানে ইভিএম বদলে দেবে বিজেপি। বাহ দিদি বাহ!'' 



একইসঙ্গে কৈলাসের দাবি, মধ্যপ্রদেশ- ২৯, বাংলা-৪২, রাজস্থান-২৫, ছত্তীসগঢ়-১১, দিল্লি-৭, অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা- ৪২, পঞ্জাব-১৩, কর্ণাটক- ২৮, ওডিশা-২১, তামিলনাড়ু-২৯। সবমিলিয়ে ২৭৭টি আসনে বিজেপি সরকার ক্ষমতায় নেই। তাহলে ইভিএম নিয়ে এত চেঁচামেচি কেন? এখানে ইভিএম কে বদলাবে? দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।



বুথ ফেরত সমীক্ষার প্রকাশের পর মমতা দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এক্সিট পোল একটা গুজব। বিশ্বাস করি না। কয়েক হাজার ইভিএম সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে।



টুইটারে রাহুলও লেখেন,ইলেকট্রোরাল বন্ড থেকে ইভিএম কারচুপি, নির্বাচনী নির্ঘণ্ট, নমো টিভি, মোদী সেনা এবং কেদারনাথের নাটক- মোদী ও তাঁর দলবলের সামনে আত্মসমর্পন করেছে নির্বাচন কমিশন। আগে কমিশনকে ভয় ও সম্মান করত লোকে। সেটা এখন আর নেই।



নির্বাচন কমিশনের কাছে গণনার শুরুতেই ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএমের ভোট মিলিয়ে দেখার আবেদন করেছিল ২২টি বিরোধী দল। সেই আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, বর্তমান ব্যবস্থায় আগে ব্যালট, তারপর ইভিএম গণনা হবে। পরিশেষে মিলিয়ে দেখা হবে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর প্রত্যাশিতভাবেই খুশি নয় কংগ্রেস। তারা সুপ্রিম কোর্টে যেতে পারে বলেও খবর। 


আরও পড়ুন- সুপ্রিম কোর্টও বিজেপির হয়ে রিগিং করছে, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার