নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনার কবলে নুসরত জাহান। মঞ্চ ভেঙে পড়ে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী নুসরত জাহান। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। তাঁর সমর্থনে এদিন গোয়ালতোড়ের জোয়ারডাঙা হাইস্কুলের মাঠে একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েছিলেন শাসকদলের তারকাপ্রার্থী। সেখানেই ঘটে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, মঞ্চে একসঙ্গে অনেক লোক উঠে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন, ''রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এখন তৃণমূলের কার্যালয়'', কমিশনে অভিযোগ জয়প্রকাশের


তারকা প্রার্থীর সঙ্গে কথা বলতে বহু তৃণমূল কর্মী, সমর্থক একসঙ্গে মঞ্চে উঠে পড়ে। প্রায় একশো-দেড়শো জন একসঙ্গে মঞ্চে উঠে পড়েন বলে অভিযোগ। তারকা প্রার্থীকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। সেই হুড়োহুড়ির মাঝেই ভেঙে পড়ে মঞ্চ। দু্র্ঘটনার সঙ্গে সঙ্গেই সরিয়ে নেওয়া হয় নুসরত জাহানকে।


আরও পড়ুন, অধঃস্তন মহিলা কর্মীকে দিয়ে পা টেপানো, ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড রেলের সাব-ইন্সপেক্টর


মঞ্চ নিচু হওয়ায়, বড়সড় কোনও চোট পাননি অভিনেত্রী তথা উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরত। কিন্তু, প্রশ্ন উঠছে সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কীভাবে নিরাপত্তার ফাঁক গলে একসঙ্গে অত লোক মঞ্চে উঠে পড়ল, তা নিয়ে।