নিজস্ব প্রতিবেদন : মোট ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলল বামেরা। এর মধ্যে রায়গঞ্জের ২২টি বুথ ও ইসলামপুরের ৪টি বুথ রয়েছে। দ্বিতীয় দফা ভোটগ্রহণ মেটার পরই গন্ডগোলের অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে সরব হলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন ভোট শেষের পর সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, স্পর্শকাতর বুথের তালিকা ঠিক মতো হয়নি। রায়গঞ্জের ২২টি বুথে পোলিং এজেন্ট ও ভোটাররা ঢুকতে পারেননি। প্রার্থীরা মার খেয়েছেন। প্রসঙ্গত ইসলামপুরের নয়াপাড়া টেরিংবাড়িতে আক্রান্ত হন বাম প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়। এহেন পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন তিনি। এরপরই রায়গঞ্জের ২২টি ও ইসলামপুরের ৮টি, মোট ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেন সূর্যকান্ত বাবু।


আরও পড়ুন, চোপড়ায় ভোট দেননি ১৫০ জন! 'ভালো নির্বাচন হচ্ছে', বললেন বিশেষ পর্যবেক্ষকও


পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বায়োপিক 'বাঘিনী'র মুক্তি কেন রদ করা হবে না, সে প্রশ্নও তুলেছেন তিনি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি ছবি 'বাঘিনী'র মুক্তির বিরুদ্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে বিরোধীরা। ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে কিনা, বিরোধীদের অভিযোগের পর রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন 'বাঘিনী' ছবির রিলিজ বন্ধের বিষয়েও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া-ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।