নিজস্ব প্রতিবেদন : বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট চললেও ছন্দপতন হল শেষবেলায় এসে। ভোটে ঝরল রক্ত। তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোটের বলি ১। রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে মুর্শিদাবাদের ভগবামগোলায় মৃত্যু হল নিরীহ ভোটারের। এবারের লোকসভা ভোটে প্রথম প্রাণহানির ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। ঘটনার খবর পেতেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিহতের নাম টিয়ারুল আবুল কালাম। জানা গিয়েছে, রানিতলা বালিগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন পিয়ারুল। সেই সময়ই সংঘর্ষ বাঁধে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে। লাঠি ও বাঁশ নিয়ে দুপক্ষ একে অপরের উপর চড়াও হয়। সেই সংঘর্ষের মাঝে পড়ে যান তিনি। বাঁশ- লাঠির আঘাতে গুরুতর জখম হন টিয়ারুল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু টিয়ারুলের।


আরও পড়ুন, তপনে আক্রান্ত বিজেপি কর্মী, বন্দুকের বাঁটের আঘাতে ফাটল মাথা


এলাকায় টিয়ারুল কংগ্রেস সমর্থক বলে পরিচিত। যদিও, তৃণমূল প্রার্থী আবু তাহের দাবি করেছেন, টিয়ারুল সাধারণ মানুষ। কোনও দলের কর্মী নয়। ওদের পায়ের তলায় মাটি নেই । ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কংগ্রেস ভিত্তিহীন অভিযোগ করছে বলে তোপ দেগেছেন তিনি। দাবি জানিয়েছেন পূর্ণাঙ্গ তদন্তের।


আরও পড়ুন, ভোটকর্মীর 'রহস্যমৃত্যু'! বুনিয়াদপুরে উদ্ধার ঝুলন্ত দেহ


কমিশন জানিয়েছে, ভোট দিয়ে বাড়ি পথে ঘটনাটি ঘটে। বুথের বাইরে ঝামেলা শুরু হলেও, মৃত্যুর ঘটনা বুথে ঘটেনি। দূরে ঘটেছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এবারের ভোটে আজ-ই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। আজ তৃতীয় দফার ভোটে ভোটগ্রহণ চলছে বালুরঘাট, উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে।