ওয়েব ডেস্ক : এই প্রথম নয়, ব্লু হোয়েলের থাবা এর আগেও পড়েছে এরাজ্যে। দু সপ্তাহের মধ্যেই দু-দুটি ঘটনা। গত ১২ অগাস্ট পশ্চিম মেদিনীপুরেই কেশপুরে এর শিকার হয় ক্লাস টেনের ছাত্র অঙ্কন দে। অঙ্কনের পছন্দের খেলা ছিল অনলাইন সুইসাইড গেম। এমনটাই দাবি পরিবার ও বন্ধুদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার দিন বাড়ির নিচেই সাইবার কাফেতে কম্পিউটারে গেম খেলেছিল সে। পরে বাড়িতে ফিরে বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। বাবার দোকানের কম্পিউটারটি থেকেই নেট সার্ফিং করত অঙ্কন। মনোবিদদের দাবি, সন্তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। সন্তান হঠাত্‍ আনমনা, অসুখী এবং একা থাকতে আগ্রহী হয়ে গেলে, চুপচাপ হয়ে গেলে, বাড়ি ছেড়ে যাওয়া বা মৃত্যুর কথা বললে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া দরকার।


সুইসাইড গেম ব্লু হোয়েল। কেন এই মারণ খেলার প্রতি বাড়ছে ঝোঁক? মনোবিদরা বলছেন, একাকীত্ব থেকেই এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সতর্ক হতে হবে অভিভাবকদের। 


আরও পড়ুন, ফের ব্লু হোয়েল সিনড্রোম এরাজ্যে, এবার গড়বেতার ক্লাস ইলেভেনের ছাত্র