নিজস্ব প্রতিবেদন : মোবাইল গেমের শিকার কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষুপুরে। পরিবারের দাবি, কোনও অজানা মোবাইল গেমের ফাঁদে পা দিয়েই আত্মঘাতী  হয়েছেন এমএ ফাইনাল ইয়ারের ছাত্র আশিস মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, রাস মেলায় গণধর্ষিতা নাবালিকা, ধৃত ২ নাগরদোলনা চালক


২২ বছরের আশিষ মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার জয়রামপুরের রামকৃষ্ণপুরের বাসিন্দা। এদিন সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার ভালো ছিল আশিস মণ্ডল। কিন্তু কোনও বন্ধু-বান্ধব ছিল না। পাড়ায় কারও সঙ্গেই ঠিক করে কথা বলত না। সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত।


আরও পড়ুন, বিশাল আকৃতির মুরগির ডিমকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়, দেখুন ভিডিও


এদিন সকালে দিদিমা ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরেও সাড়া না মেলায় সন্দেহ হয়  তাঁর। জানালা খুলে দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে আশিস। বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে, পুলিস এসে দেহটি উদ্ধার করে।


আরও পড়ুন, বাউল নয়, চটুল চাই! নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে দিল ছাত্ররা


ময়নাতদন্তের জন্য দেহটি মমিনপুরে পাঠানো হয়েছে। আশিস মণ্ডলের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে পুলিস। পরিবারের দাবির প্রেক্ষিতে আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।