নিজস্ব প্রতিবেদন: বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় চলা প্রবল বৃষ্টিতে মাল শহরের বিপদ আরও বাড়াল। ফুলে-ফেঁপে ওঠা নদীর জলস্রোত নিয়ে আতঙ্ক বাড়ছে। শহরের ভিতরে রেলওয়ে আন্ডারপাস-সহ কিছু এলাকায় জল জমে থাকার সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল থেকে মাল (Malbazar) শহরে প্রবল বৃষ্টি হয়। শহরের উত্তর-পূর্ব প্রান্তে বয়ে চলা মাল নদী সম্প্রতি শহর-এলাকায় থাবা বসিয়েছে। নতুন এলাকায় ভাঙনও শুরু হয়েছে। আর এতেই আতঙ্ক বেড়েছে।


আরও পড়ুন: ভ্যাকসিন কেন্দ্রে টিকা দিয়ে বিতর্কে, শোকজের জবাব দিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র


রবি রায়, ভানু রায়ের মতো ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলেন, 'প্রবল বৃষ্টিতে নদীর জল ফুলে-ফেঁপে ওঠে। দুপুরের দিকে বৃষ্টি কমলেও নদীর ভাঙন যেন চরম আকার নেয়। আমাদের শৌচাগার-সহ বাড়ির অনেকটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টিভেজা রাতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আমরা চাই নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হোক।' 


এদিকে প্রবল বৃষ্টিতে শহরের অভ্যন্তরেও সমস্যা তৈরি হয়েছে। রেলওয়ে ময়দানের পাশে আন্ডারপাসে জল জমেছে। সোনা ভুজেল নামে এক স্থানীয় বাসিন্দা তথা মাছ ব্যবসায়ী নিজে উদ্যোগ নিয়ে আন্ডারপাসের নালায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। এতে সমস্যা কিছুটা কমে। শহরের বেশ কিছু এলাকায় বাড়ির চত্বরেও জল জমেছে। মাল পুরসভার পক্ষ থেকে  যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: করোনার জেরে মাল উদ্যানে 'ট্র্যাকলেস টয় ট্রেনে'র উদ্বোধন থমকে