নিজস্ব প্রতিবেদন: পুরনো বিবাদের জেরে কুপিয়ে খুন করা হয়েছে জামাইকে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় মালদহের মঙ্গলবাড়ি এলাকা।  শনিবার মঙ্গলবাড়ির বাসিন্দা আনন্দ প্রামাণিককে তার শ্বশুরবাড়ি ফরাক্কার তিলডাঙ্গার কেশবপুর থেকে  আশঙ্কাজনক অবস্থায় আনা হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-VIDEO: ‘দানবের সঙ্গে লড়াই করছে তোমার মা’, দূর থেকে আলিঙ্গন করে মেয়েকে সান্ত্বনা


আনন্দের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খুন করেছে আনন্দের শ্বশুরবাড়ির লোকজনরাই। মৃতের চোখ খুবলে নেওয়া হয়েছে। গোটা শরীরে ধারাল অস্ত্রের দাগ।  


মৃতের বৌদি গীতা প্রামাণিক সংবাদমাধ্যমে বলেন, ‘শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলে আনন্দ। শনিবার তার ক্ষতবিক্ষত দেহ আনা হয় মালদহ মেডিক্যালে। ওর শ্বশুরবাড়ির লোকজনের কথার মধ্যে অসংগতি রয়েছে। কখনও বলেছে রেলে কাটা পড়েছে, কখনও বলছে গলায় পাঁস দিয়েছে মারা গিয়েছে, আবার কখনও বলছে খুন হয়েছে। ওদের সঙ্গে বনিবনা ছিল না। আমি নিশ্চিত শ্বশুর বাড়ির লোকজনরাই ওকে খুন করেছে।’


আরও পড়ুন-২০০২ সালে সার্স-মহামারীকেও ছাপিয়ে গেল নোভেল করোনা, কড়া সতর্কবার্তা হু-র


মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।