নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বিয়েবাড়ির অর্ডার বন্ধ। লটারির টিকিটের দোকান খুলেও সুবিধে হচ্ছিল না। শেষপর্যন্ত পড়ে থাকা একটি বান্ডিল থেকে মিলল প্রথম পুরস্কার। রাতারাতি ১ কোটি টাকা পেয়ে এক টেনশনে শঙ্কু ঋষি()৩৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-WB Flood Situation:  ঘাটালে বন্যা, বুধবার এলাকায় যাচ্ছেন সাংসদ Dev


মালদহের ইংরেজবাজারের বাসিন্দা শঙ্কুর পরিবারে রয়েছে বাবা-মা এক ভাই। মা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ভাই বিকলাঙ্গ।পরিবারে নুন আনতে পান্তা ফুরোয়। যার ফলে ১০ বছর বয়স থেকে বাবার হাত ধরে বিয়ে বাড়িতে বাজনা বাজিয়ে সংসারের হাল ধরেন। গত দুই বছর ধরে লকডাউনের কারণে বিয়েবাড়িতে বাজনা বাজানো কার্যত  বন্ধ। যেটুকু উপার্জন মজুদ ছিল তাও গত দু'বছরে শেষ হয়ে গিয়েছে।


সংসারের হাল ধরতে ১৭ দিন আগে বাড়ির সামনে বিএস রোড এলাকায় রাস্তার ধারে একটি লটারির টিকিটের দোকান খুলে বসেন শঙ্কু। সেখান থেকে প্রচুর টিকিট বিক্রি হচ্ছিল। বৃষ্টির কারণে সোমবার তার প্রচুর টাকা ক্ষতি হয়। এরই মধ্যে ডিয়ার লটারির একটি খোলা বান্ডিল থেকে যায়। একবার টিকিটের বান্ডিল খুললে সেই বান্ডিল আর এজেন্সি ফেরত নেয় না। ফলে সেই বান্ডিলটি তার কাছে থেকে যায়। সন্ধ্যা হতেই দেখতে পান সেই বান্ডিলের মধ্যে থেকেই তার ১ কোটি টাকার লটারি লেগেছে।


আরও পড়ুন-WB Flood: ত্রাণ দিতে এসে খানাকুলে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক


শঙ্কু ঋষি জানান, লকডাউনের কারণে গোটা পরিবারটাই আর্থিক অনটনে ভুগছিল। কোন কাজ না পেয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম লটারি টিকিটের দোকান খুলব।  সেই মতো ছেলের লকেট বন্ধক রেখে দোকান খুলি। মাত্র ১৭ দিন হয়েছে। এর মধ্যেই প্রথম পুরস্কার লেগে যায়। সরকারি নিয়ম মেনে সেই টাকা পেলে হাতে পেলে উপকৃত হব।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)