নিজস্ব প্রতিবেদন: আগামী দিনে পুরোহিতদের ভাতা বাড়িয়ে ২ হাজার করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্যে দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেবে সরকার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন মুখ্যমন্ত্রী জানান,'ইমাম, মোয়াজ্জেমের সাহায্য করে আমাদের সরকার। তেমনই  মাজিথান, জহরথান, গুরুদ্বার, গির্জা, মন্দিরের পুরোহিত হোন, যাঁরা যাঁরা পুরোহিত আছেন, ১ হাজার টাকা করে পেনশন ঘোষণা করেছি।' মমতার আশ্বাস, এখন এক হাজার টাকা দিচ্ছি। আগামী দিনে ২ হাজার করে দেব। আমি একটু অপেক্ষা করছি। 


মুখ্যমন্ত্রী আরও বলেন,'নবম শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছি সরকার। অনলাইনে পড়াশুনোর জন্য দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে বিনা পয়সায় ট্যাবলেট দেওয়া হবে। এক পয়সাও রেশনের জন্য নিই না। ৫ কিলো চাল দিচ্ছি। বিহার নির্বাচন পর্যন্ত ৫ কিলো চাল দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি জুন পর্যন্ত করে দিয়েছিই। আমার সরকার থাকবে। ফ্রি-তে রেশন দেব।'


বিজেপির উত্তরবঙ্গ অভিযানে মৃত্যু-প্রসঙ্গ মমতার দাবি, ঘটনার পিছনে রয়েছে গেরুয়া শিবির। তাঁর কথায়, 'ছররা দিয়ে লোককে মেরে ফেলছো ভাই! পাবলিসিটি করার জন্য। মিডিয়াকে বলছি দয়া করে ক্রস চেক করে নিন। যেটা সত্য সেটা বলবেন। টাকার প্যাকেট দিয়ে বাংলাকে কেনা যাবে না।'


আরও পড়ুন- নিজেরা মিছিল করে নিজেরা লোক মারে, BJP ঝড়ের বেগে কুত্সা করে : Mamata