সোমা মাইতি:  প্রথম দফায় যখন ভোট চলছে উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে, তখন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোট-প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, '৩ মাস পর দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেব। কেন্দ্রের সরকার হলে ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব। আমরাই নেতৃত্ব দেব। বাংলাই নেতৃত্ব দেব'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  West Bengal Lok Sabha Election 2024: ভোট দিলেই মিলছে গরম লুচি, থাকছে জম্পেশ লাঞ্চও! ভোট-উৎসবে চড়ুইভাতির আমেজ...


শুরু হয়ে গেল লোকসভা ভোট। আজ, শুক্রবার প্রথমদফা। সকাল থেকে ভোটগ্রহণ চলছে আলিপুরদুয়ার, কোচবিহার ও  জলপাইগুড়িতে। তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদে। কবে? ৭ মে। 


এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা। বললেন, 'দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারব, কিন্তু NRC করতে দেব না। ক্যা করতে দেব না। আমার অভিন্ন দেওয়ানি বিধিও বাংলায় চালু করতে দেব না'। কেন? তৃণমূল নেত্রীর দাবি, 'CAA-তে আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন। পরিযায়ী শ্রমিকরা ভোট না দিলে NRC-CAA-তে ঢুকিয়ে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে পরিচিতি হারাবেন মানুষ'।



আরও পড়ুন:  West Bengal Lok Sabha Election 2024: ভোটদানে উৎসাহিত করতে 'মডেল থিম বুথ'! প্রবেশপথে সকলকে স্বাগত জানাবে 'তিস্তা'...


এদিকে চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। খাতায়-কলমে সেই জোটের শরিক তৃণমূল। কিন্তু বাংলায় ৪২ আসনেই লড়ছে তারা। মমতা বলেন, 'মনে রাখবেন, বাংলায় INDIA জোট নেই, আমরা আছি। কেন্দ্রের সরকার হলে ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া জোটকে আমরা সাহায্য করব। আমরাই নেতৃত্ব দেব। বাংলায় নেতৃত্ব দেব। এখানে সিপিএম-কংগ্রেস, বিজেপির দালালি করে। তাই আমাদের সাথে ওদের সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম আসন সমঝোতা করেছে। বিজেপির থেকে কিছু কিছু নিচ্ছে, আর দিচ্ছে'।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)