শ্রেয়সী গাঙ্গুলি : গুরুগম্ভীর প্রশাসনিক সভায় হঠাৎই হাল্কা মুডে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সারা রাজ্যের আইন-শৃঙ্খলার ভার যাঁর হাতে ন্যস্ত, তাঁকেই তুলনা করে বসলেন বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির সিলভার স্ক্রিন আইকন উত্তম কুমারের সঙ্গে। 
 
কী বললেন মুখ্যমন্ত্রী?
বুধবার দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহের সভায় মমতা বলেন, "আমাদের ডিজি (DG) খুব শান্তশিষ্ট। দেখতে একেবারে উত্তম কুমারের মত।" এদিন সভায় প্রথমে মুখ্যমন্ত্রী জানতে চান, "ডিজির কি কিছু বলার আছে?" মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তর দিতেই উঠছিলেন ডিজি মনোজ মালব্য। তখন হঠাৎ হাল্কা মুডে উত্তম কুমারের সঙ্গে তুলনা টানেন মমতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রীর মুখে আচমকা একথা শুনে খানিক অপ্রস্তুত হয়ে পড়েন ডিজি মনোজ মালব্যও (Manoj Malviya)। ওদিকে গোটা সভায় তখন হাসির রোল। প্রসঙ্গত, মনোজ মালব্য ১৯৮৬ ব্যাচের আইপিএস। দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিসের বিভিন্ন বড় পদে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 


আরও পড়ুন, Jhalda Municipality By-Poll: ঝালদায় 'কাকিমার চোখের জলের ভোট' জিতে 'কাকুর স্বপ্ন পূরণে'র প্রতিশ্রুতি মিঠুনের


Chandannagar Municipal By-Poll: ৩২ বছর পর চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে বাম; দলের নই, সব মানুষের কাউন্সিলর: অশোক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)