নিজস্ব প্রতিবেদন : তাঁর দলের সাংসদ সংবাদমাধ্যমকে অপমান করেছেন। তারপরেও ক্ষমা না চেয়ে শ্লেষাত্মক মিম শেয়ার করেছেন। সাংসদের এহেন ঔদ্ধত্যে সরব হয়েছেন তামাম সাংবাদিককুল থেকে সাধারণ মানুষ। এবার প্রকাশ্য মঞ্চ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে স্পষ্ট করে দিলেন, সাংসদের বক্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রানিগঞ্জের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে। প্রেস, মিডিয়া আমাকে অনেক সাহায্য করে থাকে। কার কোথায় কী প্রয়োজন তা তুলে ধরে সংবাদমাধ্যম।" প্রসঙ্গত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদমাধ্যমকে। সেই সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সূত্রে বিতর্কে জড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন ক্যামেরা সাংবাদিকদের রীতিমতো অপমান করেন তিনি। তাতে নিন্দার ঝড় ওঠে সবমহলে। 


উল্লেখ্য, রবিবার নদিয়ার গয়েশপুরে করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। সেই কর্মিসভারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Maitra) বলতে শোনা যায়, "কে এই দু'পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে।" তার আগে চাকদাতেও সংবাদমাধ্যমের এক কর্মীকে ভিডিয়ো রেকর্ডিং করতে দেখে কর্মিসভার মঞ্চ থেকে মহুয়ার প্রশ্ন, 'এখানে প্রেসের ঢোকার কোনও অনুমতিই নেই। আপনাকে এখানে ঢুকতে কে দিল?'


এখানেই শেষ নয়, তার এই মন্তব্যের প্রেক্ষিতে নিন্দা, সমালোচনার ঝড় উঠতেই সোমবার সকালে একটি টুইট করলেন মহুয়া। সেই টুইটে তিনি আবার লেখেন, 'My meme-editing skills are improving!'আর পোস্টে মূল যে বার্তাটি দিয়েছেন, তা হল,  'i apologize for the mean hurtful accurate things i said'। অর্থাৎ 'ক্ষমা চাওয়ার ভঙ্গি'তে তিনি বুঝিয়ে দিয়েছেন, সংবাদমাধ্যম সম্পর্কে যা বলেছেন, ঠিক বলেছেন! 


তৃণমূল সাংসদের এহেন আচরণের জন্য ইতিমধ্য়েই তাঁকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে জি ২৪ ঘণ্টা (Zee 24 ghanta)। 'দু'পয়সার প্রেস' মন্তব্যের জন্য যতক্ষণ পর্যন্ত না নিঃশর্ত ক্ষমা (Unconditional Apology) চাইছেন, ততক্ষণ পর্যন্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Maitra)বয়কট করল জি ২৪ ঘণ্টা (Zee 24 ghanta)।


আরও পড়ুন, 


মহুয়া মৈত্রর বক্তব্য ব্যক্তিগত, অনুমোদন করে না দল: সুব্রত মুখোপাধ্যায়


নিজেরা মিছিল করে নিজেরা লোক মারে, BJP ঝড়ের বেগে কুত্সা করে : Mamata